কলকাতা : তৃণমূল কংগ্রেস ( TMC ) জাতীয় দলের তকমা হারানোর পর, বুধবার বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee )  প্রথম জনসভা। ওন্দা হাইস্কুল মাঠে দুপুরে বক্তব্য রাখবেন তিনি। এই সভার একটি আলাদা গুরুত্ব আছে ।


মুকুটহীন তৃণমূলের সভামঞ্চ থেকে আজ অভিষেক-বার্তা


তৃণমূল রাজ্যে ক্ষমতাসীন হয়েও গত লোকসভা ও বিধানসভা ভোটে বাঁকুড়ায় ভাল ফল করেনি। এই জেলার জঙ্গলমহলের তালডাংরা, রাইপুর ও রানিবাঁধ, এই ৩টি বিধানসভা আসন দখলে রেখেছে। এবার তৃণমূলের লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধার করা। বুধবার যেখানে অভিষেক সভা করবেন, সেই ওন্দা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। এবার জাতীয় দলের তকমাও হারিয়েছে তৃণমূল। ফলে মুকুটহীন তৃণমূলের সভামঞ্চ থেকে আজ অভিষেক কী বার্তা দেন, সেদিকেই সবার নজর থাকবে। 


তৃণমূল এখন শুধুই আঞ্চলিক দল


২৪-এর লোকসভা ভোটের আগে বড় ধাক্কা।  জাতীয় দলের মর্যাদা হারিয়ে তৃণমূল এখন শুধুই আঞ্চলিক দল।  ২০১৬ সালের সেপ্টেম্বরে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। প্রায় ৭ বছর পর জাতীয় দলের তকমা হারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যারা জেরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ভূমিকাও বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে, বারবারই তৃণমূলকে জাতীয় স্তরে শক্তিশালী করার কথা শোনা গেছে তাঁর মুখে।

আরও পড়ুন :


'গা জোয়ারি করে ভোট করলে চলবে না, ভোটে লড়তে হবে', তৃণমূল কর্মীদের বার্তা অভিষেকের




২০২১-এর ৫ জুন তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্য়ুইট করে বলেছিলেন, আগামী দিনে দলনেত্রীর বার্তা দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেব।

ত্রিপুরা, মেঘালয় থেকে গোয়ার মতো যেসব রাজ্য়ে তৃণমূল বিধানসভা ভোটে লড়াই করেছে, সেখানে প্রচারে মুখ্য় ভূমিকায় দেখা গেছে অভিষেককে। বারবার তাঁর মুখে শোনা গেছে, তৃণমূলকে রাজ্য়ে রাজ্য়ে পৌঁছে দেওয়ার বার্তা। কিন্তু, বাস্তবে কোনও রাজ্য়েই কোনও দাগ কাটতে পারেনি তৃণমূল। আর তার জেরেই এবার জাতীয় দলের মর্যাদা হারাতে হল তাদের। যার জেরে প্রশ্ন উঠছে, এটা কি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ব্য়র্থতা নয়?      

তৃণমূল জাতীয় দলের মর্যাদা হারালেও, বাংলার দুই বিরোধী দল, সিপিএম এবং কংগ্রেস কিন্তু এখনও জাতীয় দলের তালিকায় রয়েছে।