কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আগামীকাল বৈঠকের আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মর্মে আজ বিক্ষোভকারীদের এক প্রতিনিধির সঙ্গে ফোনে কথাও বলেন তৃণমূল সাংসদ।


৫০১ দিন ধরে মেয়ো রোডে আন্দোলন করছেন এসএসসি-র চাকরিপ্রার্থীরা (SSC Job Seekers)। এই পরিস্থিতিতে তাঁদের এক প্রতিনিধির সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সাংসদ। পুরো বিষয়টায় হস্তক্ষেপ করবেন বলে আশ্বাস দেন। 


আরও পড়ুন ; ৫০০ গ্রামের ৬টি কঙ্কন, উদ্ধার সোনার বাট, কী কী মিলল অর্পিতার ফ্ল্যাটে?


এই মুহূর্তে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি মামলা এবং অচলাবস্থা-জটিলতা চলছে, তা নিয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরিপ্রার্থীদের ফোন করে আজ প্রায় পাঁচ মিনিট কথা বলেন তিনি। দ্রুত নিয়োগের ব্যাপারে দলের তরফে সরকারকে কী পদক্ষেপ বা আবেদন করা যায়, সেই ব্যাপারে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিষেক। আগামীকাল তিনি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তবে, সেই বৈঠক কখন-কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।


অতিক্রান্ত আন্দোলনের ৫০০ দিন-


উত্‍কণ্ঠার ৫০০ দিন। অনিশ্চয়তার ৫০০ দিন, অসহায়তার ৫০০ দিন অতিবাহিত। ৫০০ দিনে অতিক্রম করে গেছে গান্ধী মূর্তির পাদদেশে, SSC-র চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন। হিসেব করলে ১ বছর ৪ মাস ১৬ দিন।


SSC দুর্নীতির অভিযোগে, ২০২১-এর ১৫ মার্চ থেকে আন্দোলন করছেন এই চাকরিপ্রার্থীরা। এদের দাবি, ২০১৬-র SSC’র নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের মেধাতালিকায় প্রত্যেকেরই নাম রয়েছে। কিন্তু, একজনেরও চাকরি হয়নি। অভিযোগ, তাঁদের থেকে বহু অযোগ্য প্রার্থী আজ স্কুলের শিক্ষক, শিক্ষিকা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে শিক্ষকের পদ। এই ভয়ঙ্কর দুর্নীতি অভিযোগে টানা আন্দোলন করে যাচ্ছেন এই আন্দোলনকারীরা। 


গনগনে রোদ্দুর থেকে ঝমঝমে বৃষ্টি, হাড় কাঁপানো ঠান্ডার ৫০১ দিন। এখনও কোনও প্রতিকূলতাই তাঁদের আন্দোলন বিমুখ করতে পারেনি। নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। এদিকে দুর্নীতির অভিযোগে, ED’র হাতে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। তদন্ত চলছে। রাজনৈতিক বাগযুদ্ধও চলছে। কিন্তু আন্দোলনকারীরা এখনও সেই তিমিরেই।