ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচেও দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে টানা ৩ ম্য়াচ জিতে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। আর সিরিজ জয়ের সঙ্গে সঙ্গেই ব্যাটার হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) রেকর্ড ভাগ বসালেন ধবন। তৃতীয় ওয়ান ডে ম্যাচে গতকাল ৭৪ বলে ৯৮ রানের ইনিংস খেলেন তিনি। 


ধোনির কোন রেকর্ড ভাগ বসালেন ধবন?


ওয়ান ডে ক্রিকেটে নিজের ৩৮ তম অর্ধশতরান গতকাল পূর্ণ করেন শিখর ধবন। এশিয়ার বাইরে কোনও ভারতীয় ব্যাটার হিসেবে এই নিয়ে ২৯টি অর্ধশতরান পার করলেন বাঁহাতি এই ওপেনার। ধোনিও তাঁর কেরিয়ারে ওয়ান ডে ফর্ম্যাটে এশিয়ার বাইরে ২৯ টি অর্ধশতরান করেছিলেন। যদিও তালিকায় ধবনের আগে রয়েছেন আরও পাঁচজন। তাঁরা হলেন বিরাট কোহলি (৪৯), সচিন তেন্ডুলকর (৪৮), রাহুল দ্রাবিড় (৪২), সৌরভ গঙ্গোপাধ্যায় (৩৮) ও রোহিত শর্মা (৩৬)।


ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ


প্রথম দুই ম্যাচে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে তৃতীয় ওয়ান ডে-তে মাঠে নামে ভারত। প্রথম ম্যাচে যেখানে অধিনায়ক শিখর ধবন ৯৭ রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে সেখানে অক্ষর পটেল অলরাউন্ড পারফরম্যান্সে হয়ে ওঠেন ভারতের নায়ক। তৃতীয় ম্যাচও জিতে নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল  টিম ইন্ডিয়া। 


ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে এর আগে কোনও ভারতীয় দল তিন বা ততোধিক ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়নি। বুধবার (২৭ জুলাই) তৃতীয় ওয়ান ডে খেলতে মাঠে নেমে সেই অর্থে রেকর্ড গড়ল ভারত। মাত্র তৃতীয় দল হিসাবে একই বছরে কোনও প্রতিপক্ষকে ওয়ান ডে সিরিজে দেশে ও দেশের বাইরে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল ভারতের সামনে। আর তা কাজেও লাগাল টিম ইন্ডিয়া। এই বছর ঘরের মাঠে রোহিতের ভারতও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল। আগামীকাল থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


আরও পড়ুন: বিশ্বকাপের আগেই দুই বছরের জেল হতে পারে নেমারের!