কলকাতা: বৃহস্পতিবার IPAC- এর অফিসে আচমকা ইডি হানা দিয়েছিল। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ ও সেখানে পুলিশের টেনেহিঁচড়ে গাড়িতে তোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, 'গণতন্ত্র শাস্তিপ্রাপ্ত। অপরাধীদের পুরস্কার দেওয়া হচ্ছে। এজেন্সি অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে। বিক্ষোভকারীদের জেল আর ধর্ষণকারীদের বেল।' 

Continues below advertisement

তিনি আরও লিখেছেন, 'এটাই বিজেপির নতুন ভারতের সংজ্ঞা। গোটা দেশকে যখন আত্মসমর্পণে বাধ্য করা হচ্ছে, তখন পশ্চিমবঙ্গ প্রতিরোধ চালিয়ে যাবে। যতই শক্তি দেখাও, আমরা লড়বে, তোমাদের হারাব।'

Continues below advertisement

ইডির তরফে বিবৃতিতে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিশাল সংখ্য়ক পুলিশ অফিসারদের নিয়ে ঢোকার আগে পর্যন্ত, কাজকর্ম শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গেই হচ্ছিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রতীক জৈনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ, ইলেকট্রনিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান। এরপর, মুখ্য়মন্ত্রীর কনভয় আই-প্য়াকের অফিসে যায়। যেখান থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তাঁর সহযোগীরা এবং রাজ্য় পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্য়ুতিন প্রমাণগুলি সরিয়ে ফেলেন। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছেED-র আরও দাবি, এটা পরিষ্কার, যে, এই তল্লাশি অভিযান প্রমাণভিত্তিক। কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানকে টার্গেট করে করা হয়নি। কোনও পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশি অভিযানের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এটি টাকা নয়ছয় সংক্রান্ত মামলার অংশ। পুরোপুরি আইনতভাবে এই তল্লাশি অভিযান চালানো হয়

এদিকে, ED-র বিরুদ্ধে তথ্য লুঠ করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা উত্তর দিয়েছে বিজেপিকয়লাকাণ্ডের তদন্তে আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও সংস্থার অফিসে তল্লাশিতে তুলকালাম সেই ঘটনার প্রেক্ষিতে এবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, ইডির সদর দফতর থেকে বিস্তারিত তথ্য বেলা ১২ টার মধ্যে চাওয়া হয়েছে। সূত্রের খবর, সেই রিপোর্টে জানতে চাওয়া হয়েছে, ED-র কোন আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন? 'সেই সময় ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল? মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে কী বলেছিলেন?' সব বিস্তারিত আকারে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে, খবর সূত্রের।

এদিকে, আইপ্যাক অভিযানে ধুন্ধুমার নিয়ে এবার CBI তদন্তের দাবি। CBI তদন্তের দাবি জানাল খোদ ED। হাইকোর্টে ED-র করা পিটিশনে পার্টি করা হয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, DC সাউথ, পুলিশ কমিশনার, DG CBI-কে। গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হোক, দাবি ED-র।