মুম্বই: ট্রেনে আগুন লেগে যাওযার ঘটনা ঘটেছে। এবার মুম্বইয়ের কুরলায় লোকাল ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুরলা রেল স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল সেই লোকাল ট্রেনটি। জানা যায় হঠাৎই ট্রেনটির একটি বগিতে আগুন লেগে যায়। আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত যদিও। কিন্তু কী কারণে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Continues below advertisement

গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড

Continues below advertisement

গঙ্গাসাগরে ভয়াবহ আগুন। ভোররাতে ২ নম্বর স্নানঘাটে একাধিক অস্থায়ী ছাউনিতে আগুন দেখা যায়। মুহূর্তে আশেপাশের ছাউনিতে ছড়িয়ে পড়ে আগুন। ক্ষতিগ্রস্ত পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির। খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইকঘটনাস্থলে পৌঁছান সাগরের বিডিও কানাইয়াকুমার রায় সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা

পুণ্যার্থীদের জন্য এই যাত্রী শেডগুলি নয়। গঙ্গাসাগর মেলায় প্রতি বছর যারা প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাঁদের জন্য প্রতিবছরই এখানে অস্থায়ী ছাউনি তৈরি হয়। এর মধ্যে পুলিশের ছাউনি রয়েছে, সংবাদমাধ্যমের ছাউনি, তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মী ও আধিকারিকরা যেখানে থাকেন, সেই ছাউনি রয়েছে। এনজিওর কাজ করে যারা বজরং পরিষদ (যারা মূলত নিখোঁজদের খুঁজে দেন) এবং খাবারের ব্যবস্থা করে এরকম বেশকিছু ক্যাম্প রয়েছে ২ নম্বর স্নানঘাট বরাবর। আজ ভোর ৪টে থেকে সাড়ে ৪টে নাগাদ প্রথম একটি ছাউনিতে আগুন লাগে। মূলত প্লাস্টিক, বাঁশ দিয়ে ছাউনিগুলি তৈরি হয়

গত বছর ২১ ডিসেম্বর রবিবার কলকাতায় একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। ছুটির দিন রবিবারে আগুন লেগেছিল সেই বাড়িতে। শীতের দুপুরে আনন্দ পালিত রোডে আগুন লেগেছে বলে খবর। বেলা সাড়ে তিনটে নাগাদ এন্টালি থানার অন্তর্গত আনন্দ পালিত রোডের ওই বাড়িতে ভয়াবহ আগুন লাগে। স্থানীয়রাই খবর দেন দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। দমকলকর্মীদের পাশাপাশি এন্টালি থানার পুলিশও আসে ঘটনাস্থলেএন্টালির ওই বাড়ির চারতলায় আগুন লেগেছে বলে খবর পাওয়া গিয়েছে। রবিবার বেলা ৩টে ৩০ মিনিট নাগাদ এই আগুন লাগে। বেশ কিছু গ্যাস সিলিন্ডার বের করে নিয়ে যাওয়া হয়। সেগুলি বিস্ফোরণ হলে আরও ভয়াবহ হতে পারত অগ্নিকাণ্ড। সংকীর্ণ রাস্তা ওই এলাকায়। গোটা পরিস্থিতি আতঙ্কিত স্থানীয়রাবাড়ি থেকে বেরিয়ে এসেছেন অনেকেই।