কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক একজন প্রতিভাশালী এবং বহুমুখী অভিনেতা ছিলেন, বাংলার মানুষ তাঁর অভাব বোধ করবেন বলে জানিয়েছেন মমতা। প্রয়াত অভিনেতার পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।


বুধবার শ্যুটিংয়েই অসুস্থ হয়ে পড়েন অভিষেক। তার পর বাড়ি ফিরে বুকে ব্যথা অনুভব করেন। খাওয়া-দাওয়া করে ঘুমোতে যান। কিন্তু বৃহস্পতিবার ভোরে তাঁকে নিহত অবস্থায় পান বাড়ির লোকজন। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


অভিনেতার মৃত্যুতে এ দিন সকালে টুইটারে শোকপ্রকাশ করেন মমতা। লেখেন, “অল্পবয়সে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যুর খবরে ব্যাথিত। অভিষেক একজন প্রতিভাশালী এবং বহুমুখী অভিনেতা ছিলেন, ওঁর অভিনয়ে যার ইঙ্গিত মেলে। আমরা ওঁর অভাব বোধ করব। টেলিভিশন সিরিজ এবং আমাদের চলচ্চিত্র জগতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওঁর পরিবার এবং বন্ধু-বান্ধবদের সমবেদনা জানাই।”





আরও পড়ুন: Abhishek Chatterjee Dies: ফের শোকের ছায়া টলিউডে, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়


অভিনেতা তথা তারকা অভিষেক


১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি 'পথভোলা' দিয়ে সিনেমায় যাত্রা শুরু। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল, 'দহন', 'বাড়িওয়ালি', 'মধুর মিলন' , 'মায়ের আঁচল', 'আলো','নীলাচলে কিরীটি'। শুধু বড় পর্দাই নয়, ছোট পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। 


গত কয়েক বছর ধরে টেলিভিশনে চুটিয়ে অভিনয় করছিলেন অভিষেক।  'ইচ্ছেনদী', 'পিতা', 'অপুর সংসা', 'অন্দরমহল', 'কুসুম দোলা', 'ফাগুন বউ', 'খড়কুটো'র মতো সিরিয়ালে তাঁর অভিনয় মন জিতে নিয়েছিল দর্শকের। আচমকা তাঁর মৃত্যুর এই খবরে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ।