জলপাইগুড়ি: বছর লোকসভা নির্বাচন। আর তার আগেই সদ্য রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। যদিও রান্নার গ্যাসের দাম কমানোর অন্য বিশ্লেষণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেছেন, 'শেষ দু'মাসে ইন্ডিয়া জোটের মাত্র ২টি বৈঠক হয়েছে। আজ এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা কমানো হল। এটাই ইন্ডিয়া-র ক্ষমতা।' তবে  এদিন ধূপগুড়ির সভায় আরও একধাপ এগিয়ে বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ্ঞে হ্য়াঁ, 'ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা করার', প্রতিশ্রুতি অভিষেকের। 


অভিষেকের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর


যদিও অভিষেকের এই প্রতিশ্রুতি নিয়ে নিশানা করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'আগে ডিএ, পেনশন মেটান', পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর।  উল্লেখ্য, চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের, দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার।  


আরও পড়ুন, জল জমা ঘিরে সংঘাত, মেয়রের ফোনে মানভঞ্জন, ইস্তফা দিচ্ছেন না তারক সিংহ


বাণিজ্যিক গ্যাসের কোথায় দাঁড়িয়ে ?


 প্রসঙ্গত, গৃহস্থের রান্নার গ্যাসের (LPG Gas Cylinder Price) পর এবার বাণিজ্যিক গ্যাস (Commercial Gas Cylinder)  সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। গতকাল থেকে নতুন মূল্য প্রযোজ্য। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Cooking Gas) দামে বড়সড় পরিবর্তন করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমানো হয়েছে। পাবলিক সেক্টরের তেল সংস্থাগুলির (OMCs) দাম অনুসারে এখন LPG গ্রাহকদের ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নয়াদিল্লিতে ১৫২২ টাকা দিতে হবে। একই সময়ে কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম হয়েছে ১৬৩৬ টাকা, মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৪৮২ টাকা এবং চেন্নাইতে এলপিজি ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৬৯৫ টাকা। কেন্দ্রীয় সরকারের এক সিদ্ধান্তেই কমেছে গ্যাস সিলিন্ডারের দাম (Gas Cylinder Price)। সাধারণের জন্য ২০০ ও উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা পাবেন ৪০০ টাকা ছাড়।