বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: ঠিক সময়ে সবকিছু মিডিয়ার সামনে বলবে হৈমন্তী ( Haimanti Ganguly ) , দাবি গোপাল দলপতির ( Gopal Dalapati ) । একই সঙ্গে তিনি জানিয়েছেন, হৈমন্তী এখন কোথায় রয়েছেন তা তিনি জানেন না। এর পাশাপাশি এবিপি আনন্দের মুখোমুখি হয়ে গোপাল দলপতি হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে 'ইনোসেন্ট' বলেও দাবি করেছেন গোপাল দলপতি। এছাড়াও তাঁর দাবি, তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কুন্তল ঘোষ ( Kuntal Ghosh) । এবিপি আনন্দে বিস্ফোরক দাবি করেছেন গোপাল দলপতি।
হৈমন্তীকে পরামর্শ ও কুন্তলকে নিশানা
আগেই এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাৎকারে এবিপি আনন্দ-কে গোপাল দলপতি জানান, তাঁর সঙ্গে হৈমন্তীর বিচ্ছেদ প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হৈমন্তীকে গোপালের পরামর্শ, ' যে মিডিয়া তোমাকে বলেছে, তা তুমি ফেস করো। তোমার যেটা সত্যি মনে হয়, যেটা জান, সেটা বলো। কী অসুবিধা আছে? ... কেউ হাওয়া মেরে চলে যাবে...দুর্নীতির বেতাব বাদশা কুন্তল ঘোষ ও তাঁর সহকারীরা তাঁরা এইসব কথাগুলি বলে যাচ্ছে। যে আজ জেলে আছে, সে একটা নাম উড়িয়ে দিচ্ছে, আর সেই নিয়ে সবাই... তার তো এক সামাজিক মর্যাদা আছে। আজ বা কদিন পর প্রমাণ হয়ে যাবে, ভুল কি সত্যি? কিন্তু তার আগে তো তার সমস্ত সামাজিক মর্যাদা চলে গেল, তার দায়িত্ব কে নেবে? '
আরও পড়ুন :
'নিজেদের কুকীর্তি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়েছে কুন্তল', এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া গোপাল দলপতির
গোপালের দাবি, আসল তথ্য গোপন করে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কুন্তল ঘোষ হৈমন্তীর নাম সামনে আনছেন। নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর কোনও ভূমিকা নেই। মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময়, গোপালের ব্যাঙ্কের নথিতে নমিনি হিসেবে হৈমন্তীর নাম দেখতে পান কুন্তল। তারপর থেকেই দোষ ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সিবিআই তলবের পর থেকেই বেশ কিছুদিন ধরে গোপালের খোঁজ মিলছে না। যদিও তাঁর দাবি, সিবিআই-কে জানিয়ে সেবি-র কাজে দিল্লিতে গিয়েছেন।
হৈমন্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে গোপাল বলেন, ' দেখুন, সেপারেশন হতেই পারে। প্রত্যেকের আলাদা করে বাঁচার অধিকার আছে, জন্মেছি আলাদা, হয়ত পৃথিবীও আলাদাভাবেই ছাড়ব। প্রত্যেকেই আলাদাভাবে বাঁচার অধিকার আছে নিজের মতো করে। ও ওর মতো করে বাঁচবে। তাতে সেপারেশন হয়েছে তো কী হয়েছে? চাকরির কারণে আমি দূরে দূরে থাকি, এটাও তো নাথিং বাট এ সেপারেশন। তাহলে কি যোগাযোগ থাকবে না?'
হৈমন্তীর লাস্ট লোকেশন কী ছিল? গোপালের বক্তব্য, ' অভিনেত্রীরা বম্বে যাবে, দক্ষিণে যাবে, ওড়িশায় যাবে, সব জায়গায় যাবে। প্রফেশনের কারণে যেখানে খুশি যাক...। ' শেষবার যখন দেখা হয়েছিল হৈমন্তী বাংলায়তেই ছিল বলে জানান গোপাল।