ঝিলম করঞ্জাই, কলকাতা: রুবেলা টিকাকরণের (Rubella Vaccine) সময়সীমা বাড়াল রাজ্য স্বাস্থ্য দফতর। ৩১ মার্চ পর্যন্ত রুবেলা ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও ৬ শতাংশ অর্থাৎ ১৪ লক্ষ শিশুর রুবেলা টিকাকরণ বাকি রয়েছে। এদের অধিকাংশের বয়স ৫ বছরের নিচে। সেই কারণেই রুবেল ভ্যাকসিনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে।
বাড়ল টিকাকরণের সময়সীমা: হাম এবং রুবেলার মতো রোগের টিকাকরণে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। গত মাস থেকে রাজ্যে শুরু হল শিশু ও কিশোরদের হাম এবং রুবেলার প্রতিষেধক দেওয়া। ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে। টিকাকরণ চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি-বেসরকারি সব স্কুলেই পড়ুয়াদের টিকা দেওয়া হয়। এছাড়া, টিকা দেওয়া হয় পুরসভার স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। হাম ও রুবেলার টিকাকরণের পর অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। এবার টিকাকরণের সময়সীমা বাড়াল রাজ্য স্বাস্থ্য দফতর।
এদিকে আপাতত চোখরাঙানি নেই করোনার।কিন্তু, চিকিৎসকরা বলছেন, করোনার মতো রূপ বদলে ভয়ঙ্কর হচ্ছে অ্যাডিনো ভাইরাসও। আর সে কারণেই, পুরোপুরি সুস্থ হচ্ছে না অনেক শিশু। চিকিৎসকরা বলছেন, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পর, তাঁদের ফুসফুসের সমস্যা দেখা দিচ্ছে। এমনকী ICU থেকে কোনও শিশুকে জেনারেল বেডের দেওয়ার পরও, তাঁদের শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা যাচ্ছে। তখন কাউকে কাউকে আবার ভেন্টিলেশনেও রাখতে হচ্ছে। নতুন করে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। চিকিৎসকের অনেক বলছেন, করোনার মতো অ্যাডিনো ভাইরাসও ভ্যারিয়েন্ট বদলে শক্তিশালী হয়ে উঠছে।
শিশুদের নিয়ে যখন চিন্তার শেষ নেই, তখন বড়দের ক্ষেত্রে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। চিকিৎসকদের চেম্বারে অনেকেই আসছেন, যাঁরা প্রায় এক মাসের উপর কাশির সমস্যায় ভুগছেন। তাহলে কি এবার শিশুদের পাশাপাশি, বড়দের শরীরেও বাসা বাঁধছে অ্যাডিনো ভাইরাস? অ্যাডিনো-উদ্বেগের মধ্যে শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে, বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভাও। স্বাস্থ্য বিভাগের তরফে, কোনও অসুস্থ শিশু, পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে এলে, অভিভাবকদের কাছ থেকে অসুস্থতা প্রসঙ্গে বিস্তারিত জানতে হবে মেডিক্যাল আধিকারিকদের।
আরও পড়ুন: Baguiati Twin Murder: বাগুইআটিতে দুই নাবালক খুনে নয়া মোড়, রাজসাক্ষী হওয়ার আবেদন এক অভিযুক্তের