কলকাতা: ২ দিনের বেশি সময় পেরিয়ে গিয়েছি। এখনও অধরা আনিসের মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা। এদিকে আনিস খানের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। খোঁজ মিলল আনিসের মোবাইল (mobile) ফোনের। বাড়ির ছাদেই এককোণে মিলেছে আনিস খানের মোবাইল ফোন। এমনটাই দাবি পরিবারের। খুঁজে পেয়েছে বাড়ির লোকই। কিন্তু সেই ফোন পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করেছে আনিসের পরিবার। আদালত (court) বা সিবিআই (cbi) চাইলে তাদের হাতে তুলে দেওয়া হবে মোবাইল। ঘণ্টাখানেক সঙ্গে সুমন (Ghantakhanek Sange Suman) অনুষ্ঠানে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে (Suman De) দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রয়াত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান জানান, কোনওভাবেই পুলিশের হাতে আনিসের ফোন দেওয়া হবে না।


প্রশ্ন: এই মুহূর্তে আনিসের নিকট আত্মীয় যাঁরা তাঁরা কী চাইছেন?


উত্তর: আমি বারবারই বলছি আমার পুলিশের উপর আশা ভরসা শেষ হয়ে গিয়েছে। সিবিআই তদন্ত চাইছি। সিবিআই যা বলবে, সেটাই আমি মান্য করব।


প্রশ্ন: ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ঘটনাপ্রবাহ কী? যেখান থেকে আপনি বলছেন আশা ভরসা শেষ হয়ে গিয়েছে


উত্তর: ৩-৪ দিন হয়ে গেল। পুলিশ কি কাউকে গ্রেফতার করতে পেরেছে? পুলিশের উপর কী করে ভরসা করব? আমার ভরসা সিবিআই তদন্তের উপর। বারবার বলছে মোবাইলটা দিয়ে দিন। মোবাইলটা কোন কারণে দেব বলবেন! মোবাইল দিতে হলে আমি কোর্টকে জমা দেব। সিবিআই তদন্ত হলে সিবিআইয়ের হাতে মোবাইল তুলে দেব। পুলিশের উপর সেই ভরসা নেই যে তাদের হাতে মোবাইল তুলে দেব। মোবাইল দিলে আমার ছেলে নামে কেস চাপিয়ে দেবে। বলবে আত্মহত্যা করেছে। এটা বলেই ধামাচাপা দিয়ে দেবে। এই জন্যই বলছি মোবাইল আমি দেব না।


প্রশ্ন: আপনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশে মেরেছে আনিস খানকে, তাই আপনি মোবাইল দিতে চাইছেন না, তাই তো?


উত্তর: পুলিশ মেরেছে আর পুলিশের হাতেই মোবাইল তুলে দেব! মোবাইলটা নিয়ে তো দুনম্বরই করবে। বলবে আনিস দুনম্বরই ছেলে। আমার সঠিক বিচার চাই। সিবিআই তদন্ত করে অপরাধীদের ধরতে হবে। তারপর যাকে দরকার হবে মোবাইল দেব। সিবিআই চাইলে সিবিআইকে, আদালত চাইলে আদালতকে।


আরও পড়ুন: Anis Khan Death Update: কলকাতার গণ্ডি ছাড়িয়ে আনিস খুনের আঁচ রাজধানীতেও