বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: কলকাতার গণ্ডি ছাড়িয়ে আনিস খুনের (Anis Khan) আঁচ রাজধানীতেও। দিল্লিতে বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই (SFI)। অন্যদিকে কলকাতাতেও কলেজ স্ট্রিটে আনিস খুনের প্রতিবাদে মিছিল করে এসএফআই, ও এআইডিএসও।


ছাত্রনেতা আনিস খানের (Anis Khan Death) মৃত্যুর প্রতিবাদের আঁচ ক্রমেই ছড়িয়ে পড়ছে সর্বত্র। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে একাধিক ছাত্র সংগঠন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসএফআই এদিন একটা নাগাদ বিক্ষোভ দেখায়। জেএনইউ (JNU) থেকে বেশ কিছু পড়ুয়া মিছিল করে বঙ্গভবনের দিকে যায়। পূর্ব নির্ধারিত জমায়েত রুখতে বঙ্গ ভবনের আগেই একটি বাস রেখেছিল দিল্লি পুলিশ। আন্দোলনরত পড়ুয়াদের আটক করা হয়।


২ দিন পার। আমতায় ছাত্রনেতা আনিস খানে (Anis Khan) মৃত্যুর ঘটনায় এখনও ধোঁয়াশা। অধরা অভিযুক্তরা। মেলেনি আনিসের মোবাইল ফোনও। এদিকে, পুলিশের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাননি আনিস। অথচ তাঁর মৃত্যুর পর বাড়িতে বসেছে পুলিশি পাহারা। তা নিয়ে প্রশ্ন তুলছেন মৃত ছাত্রনেতার পরিজনেরা। উল্লেখ্য়, মৃত ছাত্রনেতা আনিস খানের পরিবারকে নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী। তার আগে এদিন আমতায় আনিসের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। 'পুলিশকে ফোন করেও তখন লাভ হয়নি'। চলে গিয়েছে জলজ্যান্ত ছেলেটা। পুলিশের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাননি আনিস। অথচ তাঁর মৃত্যুর পর বাড়িতে বসেছে পুলিশি পাহারা। কেন এখনও অভিযুক্তরা ধরা পড়ল না ? উত্তাল হয়েছে এলাকা। শত-শত মানুষ জড়ো হয়ে স্লোগান তুলছেন, পুলিশ তুমি উর্দি ছাড়ো। ছাত্রনেতা আনিসের বাড়ির সামনের চিত্রটা এখন এমনটাই।


এদিকে আনিস খানের (Anis Khan) মৃত্যুতে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ যায়নি। যদিও আনিসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে ছাত্রনেতার বিরুদ্ধে সমনও জারি হয়। পুলিশ খতিয়ে দেখছে, কারও সঙ্গে আনিসের ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা। 


আরও পড়ুন: Calcutta High Court: হলদিয়া বন্দরে তোলাবাজির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের