কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সুচেতনা (Suchetana Bhattacharya Exclusive) থেকে এবার সুচেতন হতে চান বুদ্ধ-কন্যা। 'মানসিকভাবে ট্রান্সম্যান, শারীরিকভাবে হতে চাই' জানিয়ে দিলেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা ভট্টাচার্য। 'বাবার সঙ্গে ছোটবেলা থেকেই আলোচনা হয়েছে। বাবা ওয়াকিবহাল, কিন্তু সিদ্ধান্তটা একান্তভাবে আমার।' জানিয়ে দিলেন বুদ্ধদেব-কন্যা (Former CM Buddhadeb Bhattacharya)  সুচেতনা ভট্টাচার্য।                                                             


এক্সক্লুসিভ বুদ্ধদেব-কন্যা: বাবা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ((Former CM Buddhadeb Bhattacharya)। বোধগম্যি হওয়ার পর থেকেই ট্রান্সম্যান সুচেতনা। এমনটাই জানাচ্ছেন বুদ্ধদেব কন্যা। এবার শারীরিকভাবেও হতে চান তিনি। পাশাপাশি নাম পরিবর্তনও করতে চান বলে জানিয়েছেন।


কী জানালেন সুচেতনা?


তিনি জানাচ্ছেন, 'মানসিকভাবে ট্রান্সম্যান। এবার শারীরিকভাবে হতে চাই। নামটাও পরিবর্তন করতে চাই। তার জন্য আইনি পরামর্শ নিচ্ছি। এভাবে এগিয়ে যেতে চাই।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু মানসিকভাবে ট্রান্সম্যান ওই জন্য অনেক সময় অপমানিত হতে হয়েছে। সেই থেকেই মনে হয়েছে আমাকে এই সিদ্ধান্তে আসতে হবে। '


কেন এই সিদ্ধান্ত?                                                                     


চেতনায় তিনি সুচেতন। চাইছেন, নাম বদল করে সুচেতনা থেকে সুচেতন হতে। এখন পাম অ্যাভিনিউয়ের দু-কামরার ফ্লাটবন্দি বুদ্ধদেব ভট্টাচার্য। সুচেতনা থাকেন ঢাকুরিয়ায়। সঙ্গী তাঁর জীবন সঙ্গিনী। সুচেতনা বলেন, “বেটার লেট দ্যান নেভার। বি বোল্ড। বোধগম্যি হওয়ার পর থেকেই বুঝতে পেরেছি ট্রান্সম্যান। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে খোলামোলা আলোচনা হয়েছে। ১ জুলাই আমার বয়স ৪২ বছর হবে। এই সিদ্ধান্তটা আমার। বাবা এবং আমি প্রগতিশীল। যারা কমিউনিস্ট শব্দটা ভালোভাবে বোঝেন না, তাদের বোঝানো উচিত, এর সঙ্গে কমিউনিজমের কোনও সম্পর্ক নেই।                                                                 


আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি