সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: 'ইডির কথা অনুযায়ী, অ্যাকাউন্ট সংক্রান্ত নথি জমা দিয়েছি। কুন্তলের (Kuntal Ghosh) কাছ থেকে ঋণ বাবদ ৫০ লক্ষ টাকা নিয়েছিলাম। যেভাবেই হোক এবার টাকাটা ফেরত দেব।' এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সোমা চক্রবর্তী (Soma Chakraborty)।
কী জানালেন সোমা চক্রবর্তী?
৩ মার্চ এবং ১০ মার্চ দুদিন দুদফায় ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন সোমা চক্রবর্তী। গতকাল অর্থাৎ ১০ মার্চ ইডি দফতরে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই সমস্ত নথিপত্র পেশ করেন তিনি। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সোমা চক্রবর্তীর (Soma Chakraborty) দাবি, 'যে তথ্য জমা দিতে বলা হয়েছিল দিয়েছি। মূলত অ্যাকাউন্ট রিলেটেড সব। আইনের বিপক্ষে গিয়ে কোনও কাজ করব না। এক বন্ধুর মাধ্যমে কুন্তলের সঙ্গে পরিচয় হয়। ২০১৮-য় একটা সমস্যার মধ্যে পড়েছিলাম। কুন্তল সেইসময় ৫০ লক্ষ টাকা ধার দিয়েছিল। পরিচিতরাই যদি সমস্যার সময় সাহায্য না করে, তাহলে কে করবে? টাকা কবে ফেরত দেব সেটা নিয়ে কোনও কথা হয়নি। কুন্তলের মাধ্যমেই কৌশানির সঙ্গে যোগাযোগ হয়েছিল। বনির সঙ্গে কোনও পরিচয় ছিল না। একটা ইভেন্ট থেকেই জানতে পারি, কৌশানী কুন্তলের পরিচিত। শান্তনুর নাম কখনও শুনিনি।'
তালিকায় নাম সোমার: ইডি সূত্রের দাবি, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে ৭৫ জনকে মোটা টাকা পাঠানো হয়েছে। সেই তালিকায় আছেন সোমা চক্রবর্তীও। ইডি সূত্রের দাবি, কুন্তলের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ৫০ লক্ষ টাকা সোমার অ্যাকাউন্টে জমা পড়েছে। কিন্তু, কেন, কীসের জন্য এত টাকা দেওয়া হল? তা জানতে শুক্রবার সোমা চক্রবর্তীকে ডেকেছে ইডি। সল্টলেকে সিটি সেন্টার ওয়ানে সোমা চক্রবর্তীর একটি বিউটি পার্লার আছে। জানা গেছে, দক্ষিণ কলকাতার নেতাজিনগরে সোমার পৈতৃক বাড়ি।১০ বছর আগে সেখান থেকে তিনি অন্যত্র চলে যান।এখন মেয়ে ও বাবাকে নিয়ে থাকেন দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাটে। একসময় সোমা ও তাঁর স্বামীর ধোসার দোকান ছিল।পরে সেই দোকান উঠে যায়। সোমার বাবা ছিলেন পেশায় দর্জি। সেই সোমারই এখন সল্টলেকে পার্লার। দক্ষিণ কলকাতায় একাধিক ফ্ল্যাট রয়েছে।