Moto G73 5G: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি৭৩ ৫জি (Moto G73 5G) ফোন। দুটো রঙে লঞ্চ হয়েছে এই ফোন। মোটো জি৭৩ ৫জি ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। মোটো জি৭৩ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৩০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট। 


ভারতে মোটো জি৭৩ ৫জি ফোনের দাম


মোটো জি৭৩ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। Lucent White এবং Midnight Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৭৩ ৫জি ফোন। আগামী ১৬ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে এই ফোন কিনলে ২০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও থাকতে চলেছে নো-কস্ট ইএমআই অপশন।  


মোটো জি৭৩ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার



  • অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট রয়েছে এই ফোনে। সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ১৪-র আপডেটও পাওয়া যাবে ৩ বছর পর্যন্ত। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। 

  • মোটোরোলার এই ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ম্যাক্রো ডেপথ শুটার। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহয্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে ৩০ ওয়াটের TurboPower ফাস্ট চার্জিং ফিচার রয়েছে মোটো জি৭৩ ৫জি ফোনে। 


Samsung Smartphone: চলতি বছরের শুরুর দিকেই লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ১৪ (Samsung Galaxy A14) ফোন। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A545G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) - এই দুই ফোন। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হবে আগামী ১৬ মার্চ। 


আরও পড়ুন- অবশেষ ঘোষণা হল দিনক্ষণ, ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ও গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন