শিবাশিস মৌলিক, কলকাতা: ABVP-র কলকাতা বিশ্ববিদ্যালয় (University Of Calcutta) বাঁচাও অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল কলেজ স্ট্রিটে (Tension In College Street)। পুলিশের (Scuffle With Police) সঙ্গে ধস্তাধস্তি হয় ABVP-র সদস্যদের। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।


মিছিলে ধস্তাধস্তি...
RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা ABVP-র কলকাতা বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল কলেজ স্ট্রিটে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ, জাতীয় শিক্ষানীতি চালু-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার মিছিল করে ABVP। স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শুরু হয় মিছিল। বিধানসরণী হয়ে মিছিল এসে পৌঁছয় কলেজ স্ট্রিটে। এরপরই, রাস্তায় বসে পড়েন ABVP-র সদস্যরা। অভিযোগ, কয়েকজন সদস্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে পতাকা লাগাতে গেলে বাধা দেয় পুলিশ। তখনই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান ABVP-র সদস্যরা। বিক্ষোভকারীদের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। চ্যালদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। নিয়ে যাওয়া হয় জোড়াসাঁকো থানায়।


কী বলছেন বিক্ষোভকারীরা?
এবিভিপি-র রাষ্ট্রীয় সম্পাদক বিরাজ বিশ্বাসের কথায়, 'দুর্নীতিমুক্ত ক্যাম্পাসের পাশাপাশি গরিব ছাত্রছাত্রী যাঁরা অ্যাডমিশন পাচ্ছেন না তাঁদের অ্যাডমিশনের ব্যবস্থা করতে লাগবে।' তাঁদের আরও দাবি, নতুন শিক্ষানীতিও বলবৎ করতে হবে। প্রসঙ্গত, গত মাসে শিক্ষায় দুর্নীতি, রাজ্যের একাধিক সকুল বন্ধের এবং ছাত্র সংসদ ভোট ও আনিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। রাজ্য বিধানসভার গেট পর্যন্ত পৌঁছেও যায় সেই আন্দোলনের আঁচ। যদিও মিছিল আটকানোর সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। তা সত্বেও পুলিশের নজর এড়িয়ে বিধানসভার মেন গেটের বদলে, পশ্চিম দিকের গেটে পৌঁছে যান একদল এসএফআই নেতা-কর্মী। সেখানে পুলিশের সংখ্যা ছিল কম। তারই মধ্যে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকজন বিধানসভার গেটে চড়ে বসেন।কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাহিনী পৌঁছে এসএফআই নেতা ও কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে থাকে।  পূর্ব ঘোষণা মতোই এদিন হাওড়া ও শিয়ালদায় জমায়েত করেছিল এসএফআই। কিন্তু, হাওড়া স্টেশনের বাইরেও হাওড়া ব্রিজের ওপরে মোতায়েন ছিল পুলিশ।হাওড়া স্টেশন থেকে মিছিল বেরোতেই, এসএফআই নেতা ও কর্মীদের একাংশকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। অন্যদিকে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করেই শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করে এসএফআই।


আরও পড়ুন:পূর্বসূরি ধনকড়কে অনুসরণ! উচ্চশিক্ষায় নজরদারি রাজ্যপালের, আর্থিক লেনদেনে নিতে হবে অনুমোদন