সুনীত হালদার, হাওড়া:  কেএমডিএ (KMDA) জলপ্রকল্প এলাকায় গ্যাসের ট্যাঙ্ক ঢালাইয়ের কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা (accident) ঘটল দাসনগরের (dasnagar) আরুপাড়ায়। প্রায় ৪০ ফুট উচু ঢালাইয়ের ছাদ ভেঙে যাওয়ায় পড়ে গিয়ে গুরুতর আহত (injured) হলেন ৫ জন শ্রমিক। তাঁদের হাওড়া হাসপাতালে আনা হয়। ঘটনাস্থলে ছুটে যান দাসনগর ও জগাছা থানার পুলিশ আধিকারিক এবং পদস্থ কর্তারা।


কী জানা গেল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আজ বিকেল সাড়ে চারটে নাগাদ মিস্ত্রিরা যখন ঢালাইয়ের কাজ করছিলেন সেই সময়ই ছাদটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ। যদিও প্রকল্পের ম্যানেজার পার্থ সেনের বক্তব্য, কেউ আটকে নেই। তাঁর কথায়, 'কংক্রিটের কাজ চলছিল। হঠাৎ ভেঙে পড়ে। যে কজন আহত হয়েছেন তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন। নিয়মিত নজরদারি চলছে।' দুর্ঘটনার সময় ১২-১৩ জন কাজ করছিলেন বলে খবর। তবে তাঁদের দাবি,  দুজন আহত হয়েছেন। কিন্তু কেন ঘটল এই ঘটনা? খতিয়ে দেখছেন সকলে।


আগেও দুর্ঘটনা...
রাজ্যের নানা প্রান্তে দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু বা জখম হওয়ার পরিসংখ্যান এতেই সীমাবদ্ধ নয়। চলতি মাসের গোড়ায় দুর্গাপুর স্টিল প্লান্টে দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। জানা যায়, রাতের শিফটে কাজ চলাকালীন কনভেয়ার বেল্টে পড়ে গিয়ে দেহ তিন টুকরো হয়ে যায় তাঁর! কারখানা কর্তৃপক্ষের কাছে উপযুক্ত তদন্ত ও সুরক্ষা ব্যবস্থার দাবি করে শ্রমিক সংগঠনগুলি। সেই দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন কারখানা কর্তৃপক্ষ। এতেই অবশ্য শেষ নয়। ঘটনার দিন কয়েক আগেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩ জন ঠিকা শ্রমিক। তার আগে নভেম্বর মাসে, উত্তর দিনাজপুরের চোপড়ায় উল্টে গেল পরিযায়ী-শ্রমিক বোঝাই একটি বাস উল্টে যায়। তাতেও এক জনের মৃত্যু হয়, জখম হন ১৬ জন। প্রাথমিক ভাবে জানা যায়, কোচবিহার থেকে আসছিল বাসটি। অন্তত ২০ জন পরিযায়ী শ্রমিক ছিলেন তাতে। বিহারের পূর্ণিয়ার দিকে একটি ইটভাটার কাজে যাচ্ছিলেন তাঁরা। শুক্রবার ভোররাতে কালাগছ এলাকায় উড়ালপুলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। জখমদের উদ্ধার করে চোপড়ার দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে ৩ থেকে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় চোপড়া থানার পুলিশ। তদন্তও শুরু হয়।


আরও পড়ুন:শিবঠাকুরের বিস্ফোরক অভিযোগের মামলায় জামিন অনুব্রত মণ্ডলের