সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সাতসকালে শহরে দুর্ঘটনায় (Accident) মৃত্যু বাইক চালকের। সকাল পৌনে ৯টা নাগাদ বাগমারি রোডে (Bagmari Road) এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাপ নির্ভর বাইক। চালক ছাড়াও বাইকে ছিলেন তাঁর সঙ্গিনী।    


পুলিশ সূত্রে খবর, ট্রামের লাইনে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক ও তাঁর সঙ্গিনী পড়ে যান। সেই সময় উল্টোদিক থেকে আসছিল একটি ক্রেন। সেটি হেলমেট পরা বাইক চালকের উপর দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে (R G Kar Medical College and Hospital)। সেখানেই চিকিত্‍সকরা বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন। বাইক চালকের সঙ্গিনী আহত অবস্থায় ভর্তি হাসপাতালে।  দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ক্রেন চালককে আটক করেছে নারকেলডাঙা থানার (Narkeldanga Police Station) পুলিশ। 


চলতি মাসেই বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা নাগাদ থিয়েটার রোড ও নন্দলাল বসু রোডের ক্রসিংয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দোকানে।  গাড়িতে ছিলেন দুই যুবক ও এক তরুণী।  চালকের আঘাত তেমন গুরুতর না হলেও বাকি দুজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।  শেক্সপিয়র সরণি থানার পুলিশ গাড়ি চালক রোহন গুপ্তকে আটক করে। পুলিশ সূত্রে দাবি, গাড়ি থেকে মিলেছে মদের বোতল। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


ঠিক তারপরের দিন নিউটাউনে ডাউনটাউন মলের সামনে একটি গাড়ি প্রচণ্ড গতিতে এসে ২টি অটো ও একটি বাইকে ধাক্কা মারে।  দুর্ঘটনায় গাড়ির চালক সহ চারজন আহত হয়েছেন। বাইক চালকের আঘাত গুরুতর। গাড়ির চালক মত্ত অবস্থায় চালাচ্ছিলেন বলে অভিযোগ। আহতদের পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে।  


আরও পড়ুন: Stock Market Updates: ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, সেনসেক্স পেরোল ৫৫,৭০০,ঊর্ধ্বমুখী নিফটিও