মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রেকর্ড গড়েছেন। ভারতীয় মহিলা ক্রিকেটে তিনিই এখন ওয়ান ডে ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরানের মালিক। বয়স মাত্র আঠারো। কিন্তু এই বয়সেই ব্যাটিং বিক্রমে নজর কেড়েছেন বিশ্বজুড়ে। শিলিগুড়ির রিচা ঘোষ কিউয়িদের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে ম্যাচে ২৬ বলে অর্ধশতরান করেছেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৪টে ছক্কা হাঁকিয়েছিলেন রিচা। কিন্তু এই পাওয়ার হিটিং দক্ষতা কীভাবে এল। বাংলার এই কিশোরী বলছেন তিনি ধোনির পাওয়ার হিটিংয়ের দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন। 


মিতালি রাজের সঙ্গে আলাপচারিতায় রিচা বলেন, ''আমার ছোটবেলায় বাবার সঙ্গে প্র্যাকটিস করতাম আমি। ওঁনার আক্রমণাত্মক ব্য়াটিং দেখতাম, তা আমার মধ্যে অনেকটা প্রভাব বিস্তার করেছিল। এরপর যখন থেকে টিম ইন্ডিয়ার ম্যাচ দেখা শুরু করলাম, এম এস ধোনিকে দেখতাম। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওঁনার পাওয়ার হিটিং দক্ষতাতে। উইকেট কিপার হিসেবেও দুর্দান্ত ধোনি। আমার আইডল ছিলেন উনি।''


নিজের প্রথম অর্ধশতরান প্রসঙ্গে রিচা বলেন, ''অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৪ রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। সেখানে নিজের অর্ধশতরান মিস করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বেশি দেরি হল না এই অর্ধশতরান পেতে। খুব ভাল লাগছে। আমার বাবা-মাও খুব খুশি।''


উল্লেখ্য, মঙ্গলবার কুইন্সটাউনে নিউজিল্যান্ডের (Ind vs NZ) বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে-তে মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি করলেন বঙ্গকন্যা। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে যা ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি। এদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ১৯১/৫। রিচা যখন ব্যাট করতে নামেন, রান তাড়া করতে গিয়ে ভারত মাত্র ১৯ রানে চার উইকেট হারিয়ে বসেছে। সেখান থেকে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন রিচা। অধিনায়ক মিচালি রাজের সঙ্গে পঞ্চম উইকেটে ৭৭ রান যোগ করে দলকে লড়াইয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত ২৯ বলে ৫২ রান করে আউট হন। রিচার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা। তবে শেষরক্ষা হয়নি। ভারত ১২৮ রানে অল আউট হয়ে যায়। ৬৩ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।