সঞ্চয়ন মিত্র, কলকাতা: গাড়ি চালাতে হাত পাকানোর জন্য মা উড়ালপুল বেছে নেওয়ায় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আটকে যায় গাড়ি। দীর্ঘক্ষণ ওইভাবেই ছিল গাড়ি। পরে নজরদারি ক্যামেরা পুলিশ দেখে ঘটনাস্থলে আসে। 


নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গাড়ি: পুলিশ সূত্রে খবর, বান্ধবীকে গাড়ি চালানো শেখাতে মা উড়ালপুলে উঠেছিলেন বালিগঞ্জের বাসিন্দা এক যুবক। ব্রেকের বদলে অ্যাক্সিলেরেটরে চাপ দেওয়ায় মিলনমেলা প্রাঙ্গণের ওপর চিংড়িঘাটাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি। ওই ভাবেই আটকে থাকে প্রায় ৪৫ মিনিট। উড়ালপুলের নজরদারি ক্যামেরায় বিষয়টি দেখে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ইস্ট ট্রাফিক গার্ড। যুবক ও তাঁর বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। 


চলতি সপ্তাহে টালিগঞ্জ থানার কাছে ৪১ নম্বর রুটের বাস পরপর ৬টি গাড়িতে ধাক্কা মারে। যাত্রীর অল্পবিস্তর আহত হলেও গুরুতর জখম কেউ হননি। সিগন্যাল ভেঙে বাসটি ধাক্কা মারে পরপর ৬টি গাড়িতে। বাসটিকে আটক করে পুলিশ, চালক পলাতক। তার আগে গত রবিবার লেকটাউনে তেল বিক্রির জন্য় আস্ত বাস চুরির ঘটনা ঘটে।শুধু তাই নয়, সেই চুরি হওয়া বাস  তারপর বেপরোয়া গতিতে সেই বাস চালিয়ে গাড়িতে ধাক্কা।৩ জনের মর্মান্তিক মৃত্য়ু। রবিবার শেষ রাতে এই ঘটনা ঘটল লেকটাউনের ঘড়ির মোড়ে।পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বাগুইআটি স্ট্যান্ড থেকে একটি বাস চুরি করে পালান এক ব্য়ক্তি। পুলিশ ধাওয়া করলে বেপরোয়া গতিতে বাস ছোটান তিনি। ঝড়ের গতিতে গিয়ে, লেকটাউন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা এই গাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি। বাসের ধাক্কায় গাড়ির পিছনের অংশ দুমড়ে ভিতরে ঢুকে যায়। নিউটাউনে মেয়ের বিয়ের অনুষ্ঠান সেরে, গাড়িতে ফিরছিলেন একই পরিবারের তিন সদস্য। মৃত্যু হয় তিন জনের।                    

পুলিশ সূত্রে খবর, লেকটাউনে দুর্ঘটনার পরও বাস থামাননি চালক। উল্টে আরও দ্রুত গতিতে এগিয়ে যান উল্টোডাঙার দিকে। দক্ষিণদাঁড়ি পেরনোর সময় একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে বাসটি। সেখানেই চালককে পাকড়াও করা হয়। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় বাস চালানোর অভিযোগে এক বছর আগে তাঁর চাকরি যায়। ধৃতকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?