বেঙ্গালুরু: আশঙ্কা ছিলই। তবু অনেকে ভেবেছিলেন, নিঃশর্ত ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর পর যদি ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) হেড কোচ ইগর স্তিমাচ (Igor Stimac) কিছুটা স্বস্তি পান।


কিন্তু জল্পনাই সার। স্তিমাচের কড়া শাস্তিই বহাল রইল। দু'ম্যাচের জন্য নির্বাসিত হলেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপার। সঙ্গে মোটা অঙ্কের জরিমানা। ৫০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে স্তিমাচকে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (SAAF) সাধারন সচিব আনোয়ারুল হক বলেন, 'স্টিমাচকে দু-ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। প্রথম ম্যাচের ক্ষেত্রে তাঁর বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটিতে যায়নি। তবে কুয়েত ম্যাচের বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটিতে যায়। এই কমিটিই সিদ্ধান্ত নিয়েছে। কুয়েত ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় রেফারি এবং অফিসিয়ালদের অপ্রীতিকর কথাও বলেন স্টিমাচ।'


প্রথমে পাকিস্তান ম্যাচ। তারপর কুয়েত ম্যাচ। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে দু-দুবার লাল কার্ড দেখেছেন ভারতের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। শনিবার সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে মাঠে থাকতে পারবেন না তিনি, আগেই ঠিক ছিল। কিছুটা নমনীয় স্তিমাচও। তিনি দু পাতার চিঠি পাঠিয়েছিলেন নিঃশর্ত ক্ষমা চেয়ে (Indian Football Team)। সেই সঙ্গে লেবাননের বিরুদ্ধে ম্য়াচে মাঠে থাকার অনুমতিও চেয়েছিলেন তিনি। তবে স্তিমাচের আর্জি শোনা হল না তো বটেই, তাঁকে ফাইনালেও মাঠে থাকার অনুমতি দেওয়া হয়নি। হেড কোচের আচরণে ক্ষুুব্ধ সর্বভারতীয় ফুটবল সংস্থাও (AIFF)। সূত্রের খবর, বিতর্ক না বাড়ানোর জন্য কোচকে বার্তা দেওয়া হয়েছে। 


আরও একটা ম্যাচ নির্বাসন বেড়ে গেল স্তিমাচের। যার অর্থ, ভারত ফাইনালে গেলেও বেঞ্চে স্তিমাচ বসতে পারবেন না। এখানেই শেষ নয়। এর সঙ্গে এক মাসের মধ্যে জরিমানা বাবদ ৫০০ ডলার জমা দিতে হবে সাফকে। এই চিঠি পাওয়ার পর ভারতীয় দলে (Indian Team) একটা ধাক্কা লাগবে এটাই স্বাভাবিক। তবে সূত্রের খবর, এদিন টিম মিটিংয়ে স্তিমাচ বলেছেন, অন্যায়ের এই প্রতিবাদটা শনিবার লেবাননের বিরুদ্ধে মাঠেই করতে হবে। বলেছেন, 'পুরো প্রতিযোগিতা ঘিরে আমাদের সঙ্গে কী কী অন্যায় হয়েছে, সবচেয়ে ভাল তোমরা জানো। মাঠে যাও। খেলার মাধ্যমে জবাব দাও।'


 






সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শনিবার লেবাননের সামনে সুনীল ছেত্রীরা। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০-এ শুরু হবে ম্যাচ।


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial