নৈহাটি, আরামবাগ, তমলুক: গরমের ছুটি পড়ার দিনও চলল পরীক্ষা। পঞ্চম থেকে নবমের পরীক্ষা নিল নৈহাটির ৩টি স্কুল। নৈহাটির (Naihati) কাত্যায়নী গার্লস হাইস্কুল, নরেন্দ্র বিদ্যানিকেতন। পরীক্ষা নিল নৈহাটির প্রফুল্ল সেন গার্লস হাইস্কুল-ও। সরকারের নির্দেশে আজ থেকেই গরমের ছুটি পড়ার কথা। অথচ, সেই দিনেই পরীক্ষা। ‘কেন সরকারি নির্দেশ উপেক্ষা? ৩টি স্কুলকে পরীক্ষা অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ ডিআইয়ের। শিক্ষা দফতরে রিপোর্ট পাঠাচ্ছেন জেলা স্কুল পরিদর্শক।


আরামবাগেও চলল পরীক্ষা


পঞ্চম-অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা নিল আরামবাগের চাঁদুর হাইস্কুল-ও। সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ২টি পরীক্ষা নিল আরামবাগের স্কুল। গরমের ছুটি পরার দিনে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ''করোনার জন্য ২ বছর স্কুল বন্ধ ছিল, পরীক্ষা না নিলে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে। এখন পরীক্ষা না হলেও আবার ৪৫দিন পিছিয়ে পড়বে ছাত্রছাত্রীরা।'' এসডিওর তরফে জানানো হয়েছে, ''ভ্যাকসিনেশনের জন্য অনেক স্কুলই খোলা আছে। কিন্তু কেন পরীক্ষা নেওয়া হল।''


স্কুল খোলা রেখে দশম শ্রেণির পরীক্ষা তমলুকের স্কুলও 
গরমের ছুটির দিনে স্কুল খোলা তমলুকের স্কুলেও। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ''দশম শ্রেণির ২টি পরীক্ষা বাকি ছিল, ২টিই আজ নেওয়া হয়েছে। অভিভাবকদের অনুরোধে ২টি পরীক্ষা একদিনে নেওয়া হয়েছে।'' দশমের পরীক্ষা নিল তমলুক রত্নালি আদর্শ বালিকা বিদ্যালয়।


রবিবার স্কুলে খুলে পরীক্ষা পড়ুয়াদের: অসহ্য গরমে পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সোমবার থেকে প্রায় দেড়মাস বন্ধ থাকবে স্কুল। এই পরিস্থিতিতে গরমের ছুটির আগের দিন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের একটি স্কুলে নেওয়া হল পরীক্ষা। নিয়ম ভেঙে রবিবার স্কুল খোলা রাখায় বিতর্কে জড়ালেন গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। উঠল সরকারি নির্দেশ অমান্যের মতো অভিযোগ। রবিবারেও স্কুলে এসে ইউনিট টেস্টে বসতে দেখা গেল পঞ্চম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের। ওই স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া সৌমেন ভুঁইয়ার কথায়, “হঠাৎ করেই সরকার ছুটি ঘোষণা করেছে। একটাই পরীক্ষা বাকি ছিল। তাই রবিবার পরীক্ষা হয়েছে। আমাদের কোনও অসুবিধা হয়নি।’’