করুণাময় সিংহ, মালদা: বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপি (BJP)  প্রার্থীর হয়ে দেওয়াল লিখেও মেলেনি প্রাপ্য টাকা। এই অভিযোগে পুরাতন মালদার (Malda) সাহাপুরে ধর্নায় বসলেন দেওয়াল লিখন শিল্পী। অভিযোগ অস্বীকার করে পাল্টা রাজ্যের শাসক দলের চক্রান্তকেই দায়ী করেছেন মালদার বিজেপি বিধায়ক। গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের (TMC)। 


সামনেই অটল বিহারী বাজপেয়ীর মূর্তি। আর তার পাদদেশেই ধর্নায় বসে বিজেপি (BJP) বিধায়কের বিরুদ্ধে স্লোগান। যিনি স্লোগান দিচ্ছেন তিনি কোনও রাজনৈতিক দলের কর্মী নন। একজন দেওয়াল লিখন শিল্পী! পুরাতন মালদার (Malda) সাহাপুরে এই অভিনব ধর্না ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। 


ভোটের প্রচারের অন্যতম হাতিয়ার দেওয়াল লিখন। নির্বাচনের আগে তাই হাঁফ ছাড়ার সময় মেলে না দেওয়াল লিখন শিল্পীদের। কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে করা সেই পরিশ্রমের যোগ্য মূল্য যদি না মেলে? মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দা ও পেশায় দেওয়াল লিখন শিল্পী রঞ্জিত দাস। তাঁর অভিযোগ, ভোটের পর একবছর কেটে গেলেও দেওয়াল লেখার সম্পূর্ণ পারিশ্রমিক দেননি মালদার বিজেপি বিধায়ক।


পুরাতন মালদা সাহাপুরের শিল্পী ও বাসিন্দা রঞ্জিত দাসের কথায়, মালদা ৫০০টি ওপর দেওয়াল লিখেছি। ৫২ হাজার টাকা পারিশ্রমিকের মধ্যে এখনও পর্যন্ত পেয়েছি মাত্র ২০  হাজার টাকা পেয়েছি। বিজেপি বিধায়ককে বারবার বললেও সুরাহা হয়নি। তাই ধর্নায় বসেছি। অভিযোগ অস্বীকার করে পাল্টা রাজ্যের শাসক দলের চক্রান্তকেই দায়ী করেছেন মালদার বিজেপি বিধায়ক।


আরও পড়ুন: Kolkata Crime News : গলা টিপে খুন হবু বধূকে! পাকা দেখার ২ দিন পর গড়ফায় মর্মান্তিক মৃত্যু, সম্পর্কজনিত সমস্যা ?


মালদা বিজেপি বিধায়ক গোপাল সাহার কথায়, প্রার্থী টাকা খরচ করে না। নির্বাচনী কমিটি ছিল তারাই টাকা খরচ করেছে। টাকা না পেলে শিল্পী আমাকে জানাতেন। এর পেছনে তৃণমূলের ষড়যন্ত্র আছে।