কলকাতা: নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) মামলায় ফের গ্রেফতার। সিবিআইয়ের হাতে গ্রেফতার পার্থ সেন। পার্থ সেন এস বসুরায় কোম্পানিতে প্রোগ্রামিংয়ের দায়িত্বে ছিলেন। ওএমআর শিট বিকৃতিকাণ্ডে অভিযুক্ত ছিলেন পার্থ সেন।
গ্রেফতার করল সিবিআই: স্কুলে নিয়োগ দুর্নীতির নেপথ্যে, OMR শিটে কারচুপির অভিযোগ বারবার উঠেছে। SSC-র নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেমন নাম জড়িয়েছিল OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা-র (NYSA)। গ্রেফতার হয়েছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস। এবার ওএমআর শিট বিকৃতিকাণ্ডে গ্রেফতার করল সিবিআই। আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে চলেছে সিবিআই।
এবার কেন্দ্রীয় গোয়েন্দাদের জালে OMR ডেটা প্রসেসিং সংস্থার প্রোগ্রামার। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর পার্থ সেনকে গ্রেফতার করল সিবিআই। তদন্তে অসহযোগিতার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার ছিলেন পার্থ সেন। আগেও একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁর হাওড়ার জগাছার বাড়িতেও তল্লাশি চালানো হয়।সিবিআই সূত্রে দাবি, প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে 'Key Person' ছিলেন পার্থ সেন। বহু অযোগ্য প্রার্থীর চাকরি পাওয়ার নেপথ্য়ে তাঁর মুখ্য ভূমিকা ছিল। সিবিআই সূত্রে দাবি, এরকম ৭৫২ জন অযোগ্যদের তালিকা তৈরি করেছিলেন পার্থ সেন। যাঁদের মধ্যে চাকরি পেয়েছেন ৩০০ জন।
দক্ষিণ কলকাতার সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলাতে ইতিমধ্যেই আতসকাচের তলায় এসেছে এই সংস্থা। গত মাসে এই সংস্থার পার্টনার কৌশিক মাজিকে নিজাম প্যালেসে (Nizam Palace) জিজ্ঞাসাবাদ করে CBI। CBI সূত্রে দাবি করা হয়, তাঁর থেকে মূলত যে বিষয়গুলি জানতে চাওয়া হয়েছিল, তা হল কার মাধ্যমে তাঁদের সংস্থাকে OMR শিট মূল্যায়নের বরাত দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ? কী কী চুক্তি হয়েছিল ? প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়েছিল? তিনি কী কী নির্দেশ দিতেন ? বিশেষ সুবিধা দেওয়ার জন্য, নির্দিষ্ট কোনও চাকরিপ্রার্থীদের তালিকা কি পাঠানো হয়েছিল ? OMR শিট মূল্যায়নের ক্ষেত্রে কেউ কোনও প্রভাব খাটাতেন ? ফোন বা মেসেজের মাধ্যমে বিশেষ কোনও বার্তা দেওয়া হত ?
আরও পড়ুন: North 24 Parganas Weather: রোদ ঝলমলে আকাশ, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?