South 24 Paraganas: বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ, গ্রেফতার ১

Sonarpur News: অভিযোগ, প্রতিবাদ করায় ওই দম্পতির ওপর মদ্যপ অবস্থায় ওই যুবকরা চড়াও হয়। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।

Continues below advertisement

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির সামনে চলছিল মদ্যপানের আসর। তারই প্রতিবাদ করায় আক্রান্ত হলেন দম্পতি (couple attacked)। অভিযোগ এমনটাই। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

Continues below advertisement

মদ্যপানের বিরোধিতা করায় আক্রান্ত দম্পতি

প্রত্যেকদিনই বাড়ির সামনে একদল যুবক মদ্যপ অবস্থায় অভব্য আচরণ করতে থাকে। শুধু মদ্যপানই নয়, অভিযোগ, অন্যান্য নেশার পাশাপাশি চলে জুয়ার আসরও। গত বুধবার রাতে ফেরার সময় এক দম্পতি নিজেদের বাড়ির সামনে একদল যুবককে মদ্যপান করতে দেখে তার প্রতিবাদ করেন। অভিযোগ, প্রতিবাদ করায় ওই দম্পতির ওপর মদ্যপ অবস্থায় ওই যুবকরা চড়াও হয়। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। এমনকী মহিলার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ উঠেছে ওই যুবকদের বিরুদ্ধে। এখানেই থামেনি অত্যাচার। অভিযোগ তাঁদের জামাকাপড় ছিঁড়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে তা ভেঙেও দেওয়া হয়। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওই দম্পতির। এরপর প্রাণে মারার হুমকিও দেওয়া হয় তাঁদের।                                                                           

এই অবস্থা থেকে স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে কোনও রকমে প্রাণ বাঁচে তাঁদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত মালঞ্চ মাহিনগর এলাকায়। এই গোটা বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা। দম্পতির অভিযোগের ভিত্তিতে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকি ছয় থেকে সাত জন অভিযুক্ত এখনও পলাতক।                                                                

আরও পড়ুন: Purba Medinipur: ‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে জেলার দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন’, কাঁথিতে কড়া অভিষেক

আক্রান্তদের দাবি, দিনের পর দিন এই এলাকায় মদ, গাঁজা সহ অন্যান্য নেশার পাশাপাশি জুয়ার ঠেকও চলে। এই বিষয়ে পুলিশ প্রশাসন অথবা স্থানীয় কাউন্সিলর কোনও উদ্যোগ নিচ্ছেন না। এসব বন্ধ করার কোনও চেষ্টাই হয় না বলে অভিযোগ। উল্টে সাধারণ মানুষ প্রতিবাদ করলেই আক্রান্ত হতে হচ্ছে অভিযুক্তদের হাতে। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন ওই দম্পতি।

Continues below advertisement
Sponsored Links by Taboola