ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: শিয়ালদা স্টেশনে (Sealdah Station) পৌঁছোনোর জন্য বাইকে লিফট চেয়েছিসেন। আর সেটাই কাল হল বারুইপুরের বাসিন্দার। শাঁখারিটোলা লেনে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠল বাইক চালকের বিরুদ্ধে। আহত অবস্থায় আক্রান্ত ভর্তি হাসপাতালে।


ভোর রাতে বাইকে লিফট দেওয়ার নামে ছিনতাইয়ের অভিযোগ। বাধা দিলে ছুরি দিয়ে কোপানো হয় যুবককে। মোবাইল ফোন ও টাকা হাতিয়ে চম্পট অভিযুক্তর। বৃহস্পতিবার ভোর পৌনে চারটেয় এই ঘটনা ঘটেছে মুচিপাড়া থানার শাঁখারিটোলা লেনে। পুলিশ সূত্রে খবর, কাজ সেরে বাড়ি ফেরার জন্য শিয়ালদা স্টেশনে ট্রেন ধরার জন্য যাচ্ছিলেন বারুইপুরের বাসিন্দা শেখ নিসার। রাস্তায় তিনি এক অচেনা বাইক চালকের কাছে টাকার বিনিময়ে লিফট চান।  অভিযোগ, বাইকে ওঠার পরই নানা ছুতোয় চালক তাঁর সঙ্গে বচসা শুরু করে।  তারপর এ গলি, ও গলি ঘুরিয়ে নিয়ে যায় শাঁখারিটোলা লেনে।  


শাঁখারিটোলা লেনে পৌঁছোনোর পর শুরু হয় ফের বচসা।  বাইক চালক নিসারের কাছে বিড়ি চায়। নিসার জানান, তিনি ধূমপান করেন না। তুচ্ছ এই কারণেই নিসারের ওপর ছুরি নিয়ে চড়াও হয় অভিযুক্ত। আঘাত করা হয় শরীরের বিভিন্ন জায়গায়।  এরপর মোবাইল ফোন ও তিন হাজার টাকা সহ মানিব্যাগ ছিনিয়ে চম্পট দেয় অভিযুক্ত। শাঁখারিটোলা লেনের এক বাসিন্দা বলেন, “ভোরে দেখি গলিতে পুলিশ ভর্তি। রক্ত ধোয়া হচ্ছে।  তারপর শুনি এই ঘটনা।’’ বৃহস্পতিবার সকালে মুচিপাড়া থানায় দায়ের হয় অভিযোগ। আহত অবস্থায় নিসারকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।  ঘটনাস্থলে এসে পুলিশ কর্মীরা কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, সে সব খতিয়ে দেখেন। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত বাইক চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে।


আরও পড়ুন: West Burdwan News: সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে অশান্তি, দুর্গাপুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ