প্রকাশ সিনহা, কলকাতা: দেবের (Dev) পর এবার গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) সিবিআই (CBI) তলব। ১৪ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের। এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই। এবার গরুপাচারকাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে তলব। তদন্তের স্বার্থে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, সিবিআই সূত্রে দাবি।


এদিকে গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ-অভিনেতাকে সিবিআই নোটিস দেওয়া হয়েছে। গরুপাচারকাণ্ডে নাম জড়িয়েছে ঘাটালের সাংসদ দেবের। গরুপাচারকাণ্ডে দেবকে নোটিস পাঠিয়েছে সিবিআই। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  সূত্রের খবর, সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে। আর ঠিক তার আগের দিন সিবিআইয়ের তরফে তলব করা হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। সিবিআই সূত্রে খবর, একাধিক সাক্ষীদের বয়ানে অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। সিবিআই আধিকারিকরা গত ২ মাস ধর তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেন বলে সূত্রের খবর।  প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকদের অনুমান, গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের যোগসাজশ রয়েছে।  


কয়লার পর এবার গরু পাচারকাণ্ডের তদন্তে সক্রিয় CBI। ১৫ ফেব্রুয়ারি, দেবকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে ধৃত এনামূল হকের এক কর্মী কাকে কত টাকা দেওয়া হয়েছে এবং কার মাধ্যমে দেওয়া হয়েছে, তা একটি ডায়েরিতে লিখে রাখতেন। সিবিআই সূত্রেদাবি, সেখান থেকেই প্রথম দেবের সূত্র পাওয়া যায়। এরপর, CBI’র আধিকারিকরা একাধিক সাক্ষীর বয়ান রেকর্ড করেন। তদন্তকারীদের আরও দাবি, একাধিক সাক্ষীর বয়ানে ঘাটালের তৃণমূল সাংসদের নাম বারবার উঠে এসেছে।  এখানেই CBI’র প্রশ্ন, তবে কি এনামূলের টাকা দেবের কাছে পৌঁছেছিল?  কোনওভাবে কি তিনি যুক্ত আছেন? কোনও সুবিধা কি পাইয়ে দেওয়া হয়েছে?  সূত্রের খবর, এই সব প্রশ্নের উত্তর পেতে চায় CBI। তাই দেবকে তলব করা হয়েছে।


আরও পড়ুন: Municipal Election 2022: বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন, জানাল আদালত