কলকাতা: বিকাশ ভবনে (Bikas Bhavan) বসে বিস্ফোরক-যোগে অভিযুক্ত! সেখান থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ (NIA)। বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে ৮১ হাজার জিলোটিন স্টিক ও অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনায় এদিন আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।                                                                                                       

  


ধৃতদের মধ্যে মির মহম্মদ নুরুজ্জামান পেশায় সফটঅ্যার ইঞ্জিনিয়ার। বিকাশ ভবনে কর্মরত। আজ দুপুরে নুরুজ্জামানকে সেখান থেকে গ্রেফতার করে এনআইএ। আরেক অভিযুক্ত মিরাজুদ্দিনকে ধরা হয় রানিগঞ্জ থেকে। এনআইএ সূত্রের দাবি, মিরাজুদ্দিন, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এর আগে মহম্মদবাজার থেকে রিন্টু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ। রিন্টুকে জেরা করে পাওয়া যায় নুরুজ্জামান এবং মিরাজুদ্দিনের নাম। রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে NIA তল্লাশিও শুরু হয়েছে । গ্রেফতার করা হয়েছে মীর মহম্মদ নুরুজ্জুমান ও মোয়াজউদ্দিন নামে দুই ব্যক্তিকে। সূত্রের খবর, NIA গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জুমান।



NIC প্রজেক্টে কাজ করছিলেন তিনি। সূত্রের খবর, প্রভাবশালীদের সাহায্যেই দিনের পর দিন প্রচুর পরিমানে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ জন। পুলিশের সাহায্যেও এই কাজ চলত কিনা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সাপ্লাই করেছিল এরা। এত পরিমানে বিস্ফোরক উদ্ধারের পরও কেন এরা ধরা পড়েনি উত্তর খুঁজছে NIA। 


অন্যদিকে, পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে বীরভূম। মল্লারপুরের জবুনি গ্রামে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে। অন্যদিকে, নলহাটিতে উদ্ধার তাজা বোমা। মাড়গ্রাম থানার পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালানো হয় ওই গ্রামে। ধৃত রমজান শেখের বাড়ি থেকে উদ্ধার হয় ১৮০ কেজি বোমা তৈরির মশলা। ৩টি দেশি পাইপগান ও ১২ রাউন্ড গুলি। 


আরও পড়ুন, ধর্না দেওয়ার জন্য় মুখ্যমন্ত্রীর বেতন কাটা হবে না কেন? প্রশ্ন তুললেন DA আন্দোলনকারীরা


পুলিশ জানিয়েছে, নিজের বাড়িতেই বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র মজুত করেছিলেন ধৃত। উদ্ধার হওয়া মশলা থেকে এক হাজারের বেশি দেশি বোমা তৈরি হত বলে পুলিশের অনুমান।


রাজ্যের অন্যান্য খবর- 


বিস্ফোরক-সহ ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে ৪২ কেজি পটাসিয়াম ক্লোরাইড, ২৪ কেজি আর্সেনিক সালফাইড, কৌটো এবং পেরেক। পুলিশ সূত্রের খবর, গতকাল ধর্মতলা থেকে রিজাউল হক এবং সাইদুল আলম নামে ২ জনকে গ্রেফতার করা হয়। দু-জনকেই ১৩ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত। তদন্তকারীরা মনে করছেন, বোমা তৈরির ছক ছিল ধৃতদের।