কলকাতা: আবাসে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। যা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব (Dev)। সোমবার ঘাটালে দাঁড়িয়ে দেব বলেছেন, 'যেটা ভুল, সেটা ভুল, আমার দল করলেও ভুল।' আবাস-তালিকায় দুর্নীতির কথা কার্যত কবুল করে বিস্ফোরক দেব। বলেছেন, 'যারা গরিব, যাদের মাথায় ছাদ নেই, তাদের পাওয়া উচিত। যাদের পাকা বাড়ি, তারা পাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই, তারা পাচ্ছে না।'


তৃণমূল সাংসদের বক্তব্যের প্রশংসা শোনা গিয়েছে বাম নেতা সুজন চক্রবর্তীর গলায়। বলেছেন, 'দেব যা বলেছেন, ঠিক বলেছেন। একজন শিল্পী তো যথার্থ কথা বলবেনই। একজন শিল্পী যখন এরকম কথা বলেন, বোঝা যায় তাঁর শিল্পী পরিচয়টাই প্রধান। যদিও তৃণমূলের সাংসদ, এই জায়গাটায় তাঁকে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। অনেককেই পড়তে হয়। যেটা সত্য সেটা বলতে আটকে যান। তবে দেব বা এরকম যাঁরা আছেন, তাঁরা যেন সত্যটাকে এভাবেই বলে যেতে পারেন। সে সত্যটা কারও পছন্দ হোক বা কারও অপছন্দ।'


তিনি আরও বলেছেন, 'তৃণমূলের কথায় কিন্তু সব বেরিয়ে পড়ছে। কেউ বলছেন প্রধান যেটা করেছেন অন্যায় করেছেন। কেউ বলছে প্রধান কেন করবে এটা বিডিও করেছে, অন্যায় করেছে। দেব বলছেন, বিডিও করুক, প্রধান করুক, বিধায়ক করুক, দল করুক, সেটা বেঠিক, আমি এটা মানছি না।'


বাংলায় আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় দল (Central Team)। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল। পূর্ব মেদিনীপুরে ভগবানপুর, খেজুরির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখেও পড়েন তাঁরা। গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ! কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, কাজলাগড়, খেজুরির বেগুনাবাড়ি, ঠাকুরনগর-সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রের আরও একটি প্রতিনিধি দল রয়েছে মালদায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁরা ঘর পেয়েছেন তাঁদের সঙ্গে কথা বলছে প্রতিনিধি দল। যাঁরা ঘর পাননি তার পিছনে কী কারণ তাও খতিয়ে দেখবে কেন্দ্রের প্রতিনিধি দল।                                                                                                       


আরও পড়ুন: জাতীয় দল থেকে মুকেশ ফিরতেই চনমনে বাংলা, চার পেসারে বঢোদরা বধের অঙ্ক