Car News: মাঝে আর একদিনের অপেক্ষা । ১১ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে দেশের সবথেক বড় গাড়ির মেলার। গ্রেটার নয়ডায় পসরা সাজিয়ে বসবে বিশ্বের নামী কোম্পানিগুলি।এবার সবার নজর থাকবে ছোট একটি গাড়ির ওপর। সাশ্রয়ী এই গাড়ির সঙ্গে হচ্ছে টাটা ন্যানোর তুলনা। 


MG Air: গাড়ি মেলায় আসার আগেই ছবি ফাঁস
অটো এক্সপো ২০২৩-তে অনেক গাড়ির সম্ভার দেখতে পাবেন ক্রেতারা। চকচকে নতুন বিলাসবহুল গাড়ি পাশাপাশি থাকবে একাধিক সাশ্রয়ী মডেল। এক ছাতার তলায় খাস আদমির চাহিদার পাশাপাশি থাকবে আম আদমির প্রয়োজনের গাড়ি। শোনা যাচ্ছে, সাধারণের চাহিদার এই সাশ্রয়ী গাড়ির নাম MG Air।  



Auto Expo 2023: এই ইভি নিয়েই হচ্ছে তোলপাড়
ছবি বলছে, MG Air আসলে টাটা ন্যানোর আকারের একটি সাশ্রয়ী মূল্যের নতুন গাড়ি। যা বিদ্যুতের শক্তিতে চলবে। মূলত, শহুরে ক্রেতার কথা মাথায় রেখেই আনা হয়েছে এই গাড়ি। 


MG Air: এক চার্জে কতদূর যাবে এয়ার
কোম্পানির দাবি, ভারতে এই গাড়ি এক চার্জে প্রায় ২০০-২৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। আকার অনুসারে, এটি শহরের কথা ভেবেই তৈরি করা হয়েছে। তবে ছোট হলেও এই ইভি-র নকশা চার জনের বসার জায়গা রেখেই করেছে কোম্পানি। 


Auto Expo 2023: কেমন দেখতে গাড়ি ?
MG AIR-এ দুটি বড় দরজার সঙ্গে একটি পূর্ণ দৈর্ঘ্যের এলইডি স্ট্রিপ দেওয়া হয়েছে।টাটা ন্যানোর থেকে অনেকটাই আলাদা এই গাড়ি। কোম্পানির দাবি, এই গাড়ি ৪০-৫০ হর্স পাওয়ার শক্তি তৈরি করবে। শোনা যাচ্ছে, টাটার Tiago EV-র মতো দাম হতে পারে এই গাড়ির। ছোট গাড়ি হলেও দারুমকিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে এই গাড়ি। যা ভারতীয় ক্রেতার চাহিদা পূরণে সক্ষম হবে বলে মনে করছে কোম্পানি। এই গাড়ি দেশের বাজারে এলে এটি হবে MG মোটরসের তৃতীয় গাড়ি। 


MG Air: কী কারণে সবার নজরে ?
ছোট আকারের এই গাড়ি সহজেই বড় রাস্তা ছাড়াও অলিগলি দিয়ে দৌড়তে পারবে।ইভি আর্কিটেকচারের কারণে সমতল বোর্ডে পা রাখতে পারবেন পিছনের যাত্রীরা। ফলে জায়গা অনেকটাই বেড়ে যাবে। চিনে গাড়িটি চারটি শ্রেণিতে বাজারে আনা হয়েছে। ইতিমধ্যেই বিক্রির দিক থেকে বাজারে সফল হয়েছে এই গাড়ি। ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হওয়ায় গাড়ির আলাদা চাহিদা রয়েছে৷ এতে ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন ও একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ ডুয়াল স্ক্রিন দিয়েছে কোম্পানি। গাড়ির টপ-স্পিড প্রায় ১০০ কিমি/ঘণ্টা। এ ছাড়াও দ্রুত ডিসি চার্জিংয়ের সাপোর্ট পায় এই গাড়ি।


আরও পড়ুন : BMW Launches New i7 : ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় নতুন 'রাজা', BMW আনল এই গাড়ি


Car loan Information:

Calculate Car Loan EMI