প্রকাশ সিনহা, কলকাতা : গরু পাচার মামলায় ( Cattle Smuggling Case ) তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে (Dev) জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED) । ইডি সূত্রে খবর, গত মঙ্গলবার দিল্লিতে ( New Delhi ED Office) ইডি-র দফতরে তলব করা হয় দেবকে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।


ইডি (ED) সূত্রে খবর, একাধিক সাক্ষীর বয়ানে দেবের ( Actor Dev)  নাম উঠে এসেছে। সে বিষয়ে দেবের বয়ান রেকর্ড করা হয়। যাচাই করা হয় তথ্য।  এর আগে সিবিআই (ABI) -ও জিজ্ঞাসাবাদ করেছে দেবকে। CBI সূত্রে দাবি  করা হয় , এর আগে গরু পাচারকাণ্ডে একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে, দেবের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল মূল অভিযুক্ত এনামুল হকের। এমনকি এনামুলের থেকে একাধিকবার মুল্যবান উপহারও নিয়েছিলেন তিনি। 


এর আগে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই
গত ফেব্রুয়ারি মাসে গরু পাচারকাণ্ডে তৃণমূলের সাংসদ-অভিনেতা দেবকে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মূল অভিযুক্ত এনামুলের থেকে কি উপহার নিয়েছিলেন তিনি ? সূত্রের খবর, দেবকে এরকমই একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। যদিও এনামুলকে চেনেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। পাল্টা ঘাটালের (Ghatal Dev)  তৃণমূল সাংসদ নাকি দাবি করেন, তিনি এনামুলকে চেনেন না। 


নিজাম প্যালেসের (Nizam Palace)  CBI অফিসে তলব করা হয়েছিল দেবকে। নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই এদিন চলে আসেন অভিনেতা। এরপর গরুপাচারকাণ্ডে  সিবিআইয়ের নজরে পড়েন অভিনেতা-সাংসদ দেবের সহ প্রযোজক পিন্টু মণ্ডল। তাঁকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। গরুপাচারের টাকা এনামুল হকের মাধ্যমে ঘুরপথে বাংলা ছবিতে লাগানো হয়েছিল কিনা, তা জানতেই জিজ্ঞাসাবাদ করা হয় পিন্টু মণ্ডলকে। 


তৃণমূলের সাংসদ-অভিনেতা দেবের পর  গরু পাচারকাণ্ডে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে তলব করে CBI। ১৪ ফেব্রুয়ারি প্রথমবার অনুব্রতকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়।