কলকাতা : মুক্তি পেয়েছে 'The Diary of West Bengal' । ছবির নাম উল্লেখ না করে, শুধু পোস্টারের ছবি শেয়ার করে শুক্রবার টালিগঞ্জের শিল্পীদের কড়া ভাষায় নিশানা করলেন কুণাল ঘোষ। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে ছবি বানানো হয়েছে। কী করছে টলি ইন্ডাস্ট্রি? টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে ব্য়স্ত।' কুণালের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া দিয়েছেন বিনোদন দুনিয়ার বহু ব্যক্তিত্বই। কেউ কুণালের মন্তব্যকে ব্যক্তিগত বলেছেন, কেউ সরাসরি বিরোধিতা করেছেন, কেউ আবার সায়ও দিয়েছেন। যদিও নানা সমালোচনার মুখেও কুণাল তাঁর মতামত থেকে সরছেন না। জানিয়ে দিলেন আবারও একটি পোস্ট করে। বরং ফের তিনি বললেন, 'টলিউডের যাঁরা বিরোধিতা করলেন, আমার জন্য সময় নষ্ট না করে, ওই ছবিটার বিরুদ্ধে একটা পোস্ট তো অন্তত করতে পারতেন, যেমন সোহম করেছেন।' 


হ্যাঁ। গতকাল কুণাল ঘোষের বক্তব্য পেশের পর 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির বিরুদ্ধে সরব হলেন অভিনেতা-বিধায়ক সোহম। তিনি লিখলেন, ' 'রাজ্যের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। মানুষের মনে হিংসা, বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। রাজ্যটাকে যেভাবে দেখানো হচ্ছে, আদৌ সেরকম নয়। ' ফেসবুকে পোস্ট করে সরব হলেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। 


গতকালই তৃণমূলপন্থী সেলিব্রিটিদের নিশানা করেছিলেন কুণাল ঘোষ। তখন সোহম সহমত পোষণ করেছিলেন। এবার কুণালের পথে হেঁটে ছবির বিরুদ্ধে কথা বললেন সোহম। লিখলেন, সদ্য মুক্তিপ্রাপ্ত একটি হিন্দী সিনেমা সেটাই করার চেষ্টা করছে, যে সিনেমা ছড়াতে চাইছে ভুল তথ্য এই রাজ্যের নামে আর সেই ভুল তথ্য রাজ্যের বাইরের মানুষের কাছেও যাচ্ছে, যদিও আজকালকার দিনে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল প্রতিটি রাজ্যের খবর আর রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে তাই কোনটা সঠিক তথ্য আর কোন তথ্য সিনেমাটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাধারণ মানুষকে ভুল দিকে চালনা করতে চাইছে সেটা সবাই বুঝতে পারে।' (বানান অপরিবর্তিত)


শনিবারের নতুন পোস্টে কুণাল লিখেছেন, 'একটা পোস্ট, একটা ট্যুইটও কি করা যেত না? আমি যা বলেছিলাম, তাতেই থাকছি' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: RG Kar Case: প্রেসক্রিপশনে 'Justice For RG Kar' স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের