নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2024) ভারতীয়দের জন্য আনন্দের দিন। কয়েক ঘণ্টার ব্যবধান তিনটি ম্যাচ জয়। পিছিয়ে পড়েও য়ুকি ভামব্রি (Yuki Bhambri) এবং আলবানো অলিভেতির জুটি তৃতীয় রাউন্ডে পৌঁছে গেল। অপরদিকে, রোহন বোপন্না (Rohan Bopanna) নিজের ডাবলস এবং মিক্সড ডাবলস, দুই ম্যাচেই সহজ জয় পেলেন। তবে শ্রীরাম বালাজি (R Sriram Balaji) পারলেন না। কিন্তু অষ্টম বাছাইদের বিরুদ্ধে বেশ ভাল এক ম্যাচ খেলে মন জিতলেন ভারতীয় তারকা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ওপেনে শুক্রবারে রাতটা ভারতের জন্য ভালই কাটল। 


পুরুষদের ডাবলস এবং মিক্সড ডাবলস, নিজের দুই ম্যাচেই স্ট্রেট সেটে জয় পেলেন রোহন বোপান্না। ম্যাথিউ এবডেনকে সঙ্গে নিয়ে পুরুষদের ডাবলসে রবার্তো কার্বালেস বায়েনা ও ফেডরিকো কোরিয়ার জুটিকে ৬-২, ৬-৪ স্কোরলাইনে হারান। দ্বিতীয় বাছাই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি ম্যাক্সিমো গঞ্জালেস এবং আন্দ্রেস মলটিনির বিরুদ্ধে নিজেদের তৃতীয় রাউন্ডের ম্যাচে কোর্টে নামবেন। নিজের মিক্সড ডাবলস ম্যাচে অবশ্য স্ট্রেট সেটে জয় পেলেও, বোপান্না ও আলডিলা সুতজিয়াদি জুটিকে খানিক লড়াই করতে হয়। দুই সেটই অষ্টম বাছাই জুটি ৭-৬, ৭-৬ স্কোরলাইনে, টাইব্রেকারে জেতেন।


অপরদিকে, য়ুকি ভামব্রি ও তাঁর ফরাসি সতীর্থ, অলিভেতি এক স্মরণীয় ম্যাচ খেললেন। টুর্নামেন্টের ১৫ নম্বর বাছাইয়ের বিরুদ্ধে তাঁরা প্রথম সেট ৪-৬ হারান। তবে দ্বিতীয় সেটে ৬-৩ জিতে ম্যাচ তৃতীয় সেটে নিয়ে যেতে সক্ষম হন য়ুকিরা। এই সেটেই এক স্মরণীয় প্রত্যাবর্তন ঘটালেন য়ুকিরা। এক সময় ৩-৫ পিছিয়ে নিশ্চিত পরাজয়ের দিকে এগোচ্ছিলেন তাঁরা। অস্টিন ক্রাইচেক ও জিন-জুলিয়ান রজারের অভিজ্ঞ জুটি নিজেদের সার্ভ ধরে রাখলেই ম্যাচ জিতে যেতেন। কিন্তু পারলেন না তাঁরা। য়ুকিরা নাগাড়ে চার গেম জিতে ম্যাচ জিতে নিলেন।   


অষ্টম বাছাই নিল স্কুপস্কি ও মাইকেল ভেনাসের বিরুদ্ধে শ্রীরাম বালাজি এবং গিদো আন্দ্রেওজ়ির জুটি বেশ ভালই লড়াই করেন। সকলকে খানিকটা চমকে দিয়েই প্রথম সেট টাইব্রেকারে গড়ায়। তবে শেষমেশ ৭-৪ স্কোর টাইব্রেকার জিতে প্রথম সেট জিতে নেন তাঁরা। দ্বিতীয় রাউন্ডটা স্কুপস্কিদের জন্য তুলনামূলক সহজ ছিল। বালাজিরা লড়াই করলেও সবসময়ই খানিকটা এগিয়েই ছিলেন স্কুপস্কিরা। শেষমেশ ৬-৪ স্কোরে দ্বিতীয় সেট ও ম্যাচ নিজেদের নামে করেন তাঁরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নির্ভীক নর্থইস্টের বিরুদ্ধে রেকর্ড ডুরান্ড কাপ জয়ের লক্ষ্যে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট