কলকাতা: 'আমি এই বিষয়ে কোনও কিছুই জানি না বা জানতাম না, আর আমার এটা জানার বিষয়ও না। ২০১৭ সালে কী লেনদেন হয়েছে, সেটা তো আমার জানার বিষয় নয়। তবে আমি তো নিইনি, এটুকু জানি।' অভিনেতা বনি সেনগুপ্তকে (bonny sengupta) নিয়োগ দুর্নীতি (recruitment scam) তদন্তে ইডি-র (ED) জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বললেন অভিনেত্রী ও অভিনেতার বান্ধবী কৌশানী মুখোপাধ্যায়। 


আর কী বললেন অভিনেত্রী?
তবে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে তাঁর যে আলাপ রয়েছে, সে কথা মেনে নিয়েছেন এই টলি-অভিনেত্রী। কী ভাবে আলাপ? বললেন, 'একশোটা ইভেন্ট করি। সেই রকমই ইভেন্টের সূত্রে আলাপ। কারও সঙ্গে কোনও ব্যক্তিগত সম্পর্ক রাখি না।' কিন্তু বনিকে যে কুন্তল একটি গাড়ি উপহার দিয়েছিলেন সেটি কি কৌশানী জানতেন না? অভিনেত্রীর উত্তর, 'কী চুক্তি হয়েছিল, কুন্তলদা ওঁকে কী দিয়েছিলেন তা জানি না। দেখুন, বনির সমস্ত কাজকর্ম ওঁর মা দেখেন। আমি কিন্তু ওঁর মা-বাবা বা অভিভাবক নই যে ওঁকে নির্দেশ দেব কী করতে হবে। সত্যি কথা বলতে, আমি কিছুই জানি না বা জানতাম না।'  তাঁর যুক্তি, আজ থেকে পাঁচ থেকে ছ-বছর আগে কী লেনদেন হচ্ছে সেটি নিয়ে তাঁর পক্ষে জানা সম্ভব নয়। এর পর গাড়ি কেনা নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্টতই উত্তেজিত শোনায় কৌশানীকে। অভিনেত্রীর উত্তর ছিল, 'বনি একজন এত বড় সফল অভিনেতা হয়ে নিজের টাকায় কি গাড় কিনতে পারেন না? এর মধ্যে কি কোনও সন্দেহজনক বিষয় রয়েছে যা নিয়ে আমাকে দুবার ভাবতে হবে?'  


সকাল থেকে তোলপাড়...
নিয়োগ দুর্নীতিতে এদিন সকাল থেকে ইডির নজরে অভিনেতা বনি সেনগুপ্ত। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে অভিনেতাকে একবার জিজ্ঞাসাবাদের পর লাঞ্চ ব্রেক হয়। তার পর, বেলা তিনটে থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। এবিপি আনন্দে অভিনেতা যে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছিলেন, তাতে বলেন, 'সিনেমা তৈরির কথা বলেছিলেন কুন্তল। সিনেমায় অগ্রিম বাবদ ৪০ লক্ষ টাকাও দিয়েছিলেন। 'গাড়ি কেনার জন্য কুন্তলের অ্যাকাউন্ট থেকে সেই টাকা জমা হয়।' তবে সিনেমা তৈর না হওয়ায় কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করার কথা জানিয়েছেন অভিনেতা। আপাতত এই নিয়ে দ্বিতীয়ার্ধের জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে।


আরও পড়ুন:দিল্লিতেও 'চোর চোর' স্লোগানের মুখে অনুব্রত মণ্ডল