কলকাতা: এখনও একের পর এক রেকর্ড গড়ে চলেছে 'পাঠান' (Pathaan)। বাহুবলী (Baahubali)-কে ডিঙিয়ে এখন আয়ের বিচারে হিন্দি ছবির তালিকায় ১ নম্বর শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই ছবি। ছবি মুক্তির ৬ সপ্তাহ, সাফল্যের ৬ সপ্তাহ পরে অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে বার্তা পাঠালেন পর্দার 'পাঠান'। 


গতকাল, ট্যুইটারে কয়েকটি লাইন লেখেন শাহরুখ। কোনও ছবি নয়, সাদা কালো হরফেই অনুরাগীদের মনে দাগ কাটতে সক্ষম তিনি। শাহরুখ লিখছেন, 'মানুষকে বিনোদন দেওয়া ও তাঁদের মুখে হাসি ফোটানো আমাদের কাজ। সেই কাজকে আমরা ব্যক্তিগত দায়িত্ব হিসেবেই দেখি। সেটা না করলে কোনোদিন আমরা আকাশ ছুঁতে পারব না। পাঠানকে যাঁরা ভালবেসেছেন তাঁদের ধন্যবাদ। আর যাঁরা এই ছবিতে কাজ করেছেন, তাঁরা প্রমাণ করে দিয়েছেন, কঠোর পরিশ্রম আর মানসিক দৃঢ়তা আজও বেঁচে রয়েছে। জয় হিন্দ।'


 





সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান' বলিউডের বক্স অফিসের হাল ফিরিয়েছে। শুধু দেশে নয়, গোটা বিশ্বেই এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে। এই প্রসঙ্গে সিদ্ধার্থ আনন্দ বলেন, 'অবিশ্বাস্য মনে হয় যে পাঠান এখন ভারতের এক নম্বর হিন্দি ছবি! দর্শক পাঠানকে যে ভালবাসা এবং প্রশংসা দিয়েছে তা ঐতিহাসিক এবং এটি বক্স অফিসের ফলাফলে দেখা যাচ্ছে। একজন পরিচালক হিসাবে, আমি গর্বিত যে আমি এমন একটি সিনেমা তৈরি করেছি যা বিশ্বব্যাপী মানুষকে বিনোদন দিয়েছে।' তিনি আরও বলেন, 'হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাম্প্রতিক অতীতে অনেক নিন্দার মধ্য দিয়ে যেতে হয়েছে। লোকজন নাকি আমাদের বয়কটও করতে চেয়েছিলেন। আমাদের বলা হয়েছিল যে আমরা মানুষের মনোরঞ্জন করতে পারি এমন ছবি বানাতেই ভুলে গেছি। ইন্ডাস্ট্রি অনেক কথা শুনেছে এবং আমি খুশি যে পাঠান সেই সমস্ত কথার হয়ে উত্তর দিয়েছে। বোঝাই যাচ্ছে যে আমাদের কেবল ভাল ছবি তৈরি করতে হবে, এবং দর্শক এসে সেই ছবি দেখবেন।'


আরও পড়ুন: Suhotro on Indubala Series: 'ইন্দুবালা' ঠাকুমার কথা মনে করায়, গল্পে শোনা দেশভাগের স্মৃতিতে ফিরলেন সুহোত্র