কলকাতা: তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। ২০১৯-এ বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো। পার্নো মিত্রর হাতে দলীয় পতাকা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২১-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন পার্নো মিত্র। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে তাঁর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী। ২০২১ বিধানসভা নির্বাচনে হারের পর তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে ফুল বদল করলেন তিনি। এদিন পার্নো মিত্র বলেন, মানুষ ভুল করে, সংশোধনের সুযোগ পেয়ে কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে আকৃষ্ট হয়ে দলে এসেছেন, বলে দাবি জানিয়েছেন তিনি।
পার্নো মিত্র বলেন, গতকাল বড়দিন ছিল, তার শুভেচ্ছা। আজকে আমার জন্য একটা বড় দিন। কারণ আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীত্বে এবং তার আশীর্বাদে, আমার একটা নতুন পথ যাত্রা শুরু। এবং সেই পথে আমি এগিয়ে যাব, দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নের্তৃত্বে। আরেকটা কথা বলব যে, ৬ বছর আগে, অবশ্যই বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম, হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি। এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গিয়েছে, বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে, নিজেকে সত্যই ধন্য মনে করছি। ...আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন। আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে, আপনারা আমার পাশে থাকবেন।'
অপরদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে, আমাদের দলে আসার কথা, জানিয়েছিলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী -আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনিও দলকে নির্দেশ দিয়েছেন, যে পার্নো মিত্রকে দলে সংযুক্ত করার। আপনারা জানেন, ছবির জগৎ, তাঁর সঙ্গে যাদের পরিচিত আছে, এবং বাংলা তো ছবির জগতের সঙ্গে সবসময় পরিচিত থেকেছে এবং আছে। তাঁরা জানেন যে পার্নো মিত্র, ২০০৭ সাল থেকে, এই ছবির জগতে তাঁর পদার্পণ। এবং সেখান থেকে আজ পর্যন্ত, ৪০ এর উপর ছবি করার তাঁর সুযোগ হয়েছে। তার মানে মানুষ গ্রহণ করেছে তাঁকে। ..আমাদের বিশ্বাস, আগামী দিনেও খুব ভালভাবে তাঁর নিজের ক্ষেত্রে, প্রতিষ্ঠিত করতে পারবেন। সঙ্গে মানুষের পাশে থাকার যে কাজ, এজন নাগরিক হিসেবে, সেটার মূল কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কেও, সচেতন পার্নো।'