কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে তৃণমূল। সেই ফলাফল নিয়ে পর্যালোচনা করতে ভার্চুয়াল মাধ্যমে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি উপনির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকেও আক্রমণ করেন মমতা। বলেন, "আমি দিল্লিতে তোমার সঙ্গে দোস্তি করব, আর এখানে তুমি বিজেপির সঙ্গে মস্তি করবে!" এই মন্তব্যর পর পাল্টা আক্রমণ করেন অধীর। 


মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী ও কংগ্রেসের ভাবমূর্তি খারাপ করতে মোদির সঙ্গে দিদির চুক্তি হয়েছে। ইডি-সিবিআইয়ের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মোদিকে খুশি করতেই কংগ্রেস-বিরোধিতা করছেন মমতা। 


রবিবার মমতা বলেন, "রাহুল গান্ধী যতদিন থাকবেন, মোদিকে কেউ খারাপ ভাববে না। সেই জন্য রাহুলকে নেতা বানানোর চেষ্টা বিজেপি-র।" পাশাপাশি কংগ্রেসই বিজেপি-র সামনে মাথা নত করেছে বলে দাবি মমতার। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অধীর চৌধুরীকে নিশানা করে তৃণমূলনেত্রী বলেন,  'আরএসএস-সিপিএমের সঙ্গে পরিকল্পনা করে সাগরদিঘির ভোট করেছেন অধীর চৌধুরী। এই যে কংগ্রেসের নেতারা বড় বড় কথা বলেন, তিনি বিজেপির এক নম্বর লোক। 'সাগরদিঘিতে অনৈতিক লড়াই করেছে। লোকটা কার? বিজেপির, প্রার্থী কংগ্রেসের, সমর্থন দিল সিপিএম'। 


আরও পড়ুন, দুর্নীতির খবর আসতেই অয়নের অফিস থেকে ফেলা হয়েছে রাশি রাশি কাগজ? চাঞ্চল্যকর তথ্য


টাকার খেলা হয়েছে সাগরদিঘিতে। উপনির্বাচনে হার নিয়ে বিরোধীদের একজোটে আক্রমণ করে, এবার এই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। RSS-এর সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলে, তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরীকে। পাল্টা জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও।                   


৬৮ শতাংশ সংখ্যালঘু ভোটারের সাগরদিঘিতে উপনির্বাচনে বাম-কংগ্রেসের জোটের কাছে হারতে হয়েছে তৃণমূলকে! যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে! এই প্রেক্ষাপটে শুক্রবারই কালীঘাটের বৈঠকে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবার ফোনে মুর্শিদাবাদের নেতৃত্বের সঙ্গে বৈঠকে, বিস্ফোরক দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে। সেখানকার মানুষকে নানাভাবে ভুল বোঝানো হয়েছে।  সেই সঙ্গে আরও একবার মমতা জানিয়ে দেন, পঞ্চায়েত ভোটে, কারা টিকিট পাবে তা তিনিই ঠিক করবেন। এর আগে, সাগরদিঘিতে হার নিয়ে নবান্ন থেকে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।