জলপাইগুড়ি: গ্যাস সিলিন্ডার সস্তা হয়েছে, কিন্তু ওর উপর রান্না করবেন কী ? চাল, ডাল প্রায় সবকিছুরই দাম বাড়ছে। মুম্বইয়ে বিরোধী বৈঠকে, কেন্দ্রের মোদি সরকারকে (PM Modi) নিশানা করে প্রশ্ন ছুড়লেন উদ্ধব ঠাকরে। আর এহেন সময়ে রাজ্যের জলপাইগুড়ি জেলা ধূপগুড়িতে মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে মোদিকে নিশানা করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। কিন্তু তাঁর তোপের মুখে মমতাও (Mamata Banerjee)। 


'প্রধানমন্ত্রী ১০০ টাকা বাড়িয়ে ২ টাকা দাম কমান'


এদিন ধূপগুড়িতে কেন্দ্রের মোদি সরকারকে রীতিমত তোপ দাগতে শোনা যায়। 'জোটের শক্তি বাড়ছে, জিতবে ইন্ডিয়া। প্রধানমন্ত্রী ১০০ টাকা বাড়িয়ে ২ টাকা দাম কমান। গরিবের পকেট থেকে লুঠ করেছে মোদি সরকার। গরিবের উন্নতির কথা মোদি সরকার কখনও ভাবেনি', নিশানা করা হয়। উল্লেখ্য, সদ্যই চব্বিশের ভোটের আগে, গ্যাসের দাম কমে যাওয়া নিয়ে বড় ঘোষণা করে কেন্দ্র। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। এরপর পরই টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'শেষ দু'মাসে ইন্ডিয়া জোটের মাত্র ২টি বৈঠক হয়েছে। আজ এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা কমানো হল। এটাই ইন্ডিয়া-র ক্ষমতা।'


আরও পড়ুন, 'পুলিশ প্রশাসন সব জানত..', বেআইনি বাজির ইস্যুতে প্রতিক্রিয়া দিলীপের


বাংলার ছবিটা আলাদা ?


যদিও মুম্বইয়ে বিরোধী জোটের সামনে শুধুই নিশানার মুখে কেন্দ্রের বিজেপি সরকার, কিন্তু কার্যত বঙ্গে সেই ছবিটা আলাদা। জ্বালানি-সহ একাধিক ইস্যুতে মোদিকে নিশানা করা হল বটে, ছাড়া পেলেন বিরোধী জোটের মমতাও। তাহলে কি দেশের বুকে বিরোধী জোটে অন্যান্য দল-সহ কংগ্রেস, তৃণমূল থাকলেও, কার্যত বাংলার ছবিটা আলাদা ? মূলত বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগেই বড়সড় বিরোধী জোট বানিয়ে ময়দানে নেমেছে 'I.N.D.I.A'। সম্প্রতি লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল এই বিরোধী জোট। আর সেই বিরোধী জোট 'INDIA' কে নিশানার পাশাপাশি নাম না করেই মোদির আক্রমণের মুখে পড়েছিল কংগ্রেস ও তৃণমূল (Congress and TMC)। বক্তব্য ছিল বিরোধী জোটে যতই থাকুক 'পাশাপাশি', আদতে বাংলায় তারাই তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য, এদিন এনআরসি ইস্য়ুতেও মোদি, মমতাকে তোপ দেগেছেন অধীর চৌধুরী।