উত্তর ২৪ পরগনা: দত্তপুকরের ভয়াবহ বিস্ফোরণকাণ্ডের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যের পুলিশ প্রশাসনকে নিশানা করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, 'সবার চোখের সামনে দত্তপুকুরে বেআইনি বাজির কারবার চলত। পুলিশ প্রশাসন সব জানত।'
এদিকে দত্তপুকুরের পর এবার বারাসাতেও মিলেছে বেআইনি বাজির হদিশ। বারাসাতের আক্রমপুর টালিখোলায় পরপর দুটি গুদামে হানা দিয়ে নিষিদ্ধ শব্দবাজি-সহ মোট ৫৮ টন বাজি উদ্ধার করেছে বারাসাত থানার পুলিশ। গ্রেফতার করা হয় গুদাম মালিকের ভাই ইউন্নিস আলিকে। দত্তপুকুর বিস্ফোরণের পর উত্তর ২৪ পরগনা জেলায় পুলিশি ধরপাকড় বেড়েছে। তার মধ্যেই চলছে বেআইনি বাজি পাচার।আমডাঙা থেকে তিন ট্রাক ভর্তি বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত করে বেঙ্গল এসটিএফ। ঘোলায় বাজেয়াপ্ত করা হয় দু’ ট্রাক বোঝাই নিষিদ্ধ বাজি। আমডাঙা ও ঘোলা মিলিয়ে প্রায় ৫০ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা বলে দাবি করেছে বেঙ্গল এসটিএফ। দুটি জায়গা থেকে গ্রেফতার মোট ৪ জন।
দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর পর কড়া পদক্ষেপ পুলিশের (Police)। সম্প্রতি দত্তপুকুরের মোচপোল, কাঠুরিয়া-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে ৫-৬টি গাড়ি করে উদ্ধার হওয়া বাজি নিয়ে যাওয়া হয় থানায়।বাজি উদ্ধারে তল্লাশি চালানোর পাশাপাশি FIR-এ নাম থাকা রমজান আলি ওরফে কালোর খোঁজ করছে পুলিশ। মূল অভিযোগকারী প্রভাস চক্রবর্তীর অভিযোগে নাম রয়েছে এই ISF কর্মীর। তাঁর বিরুদ্ধে কেরামত আলির সঙ্গে যোগসাজশে বেআইনি বাজি কারবারে মদত জোগানোর অভিযোগ রয়েছে।
আরও পড়ুন, 'মেধাতালিকায় নাম থেকেও হয়নি চাকরি', নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দত্তপুকুরের মোচপোল (Duttapukur incident)। তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণে উড়ে যায় প্রায় আস্ত একটা বাড়ি। ছিন্নভিন্ন দেহাংশ ছিটকে পড়ে প্রায় ২০০ মিটার দূরে। কারও কারও হাত-পা উড়ে যায়। আগুনে ঝলসে যান বেশ কয়েকজন। অনেকেই বলছেন, কয়েক কিলোমিটার দূরে বারাসাত পর্যন্ত শোনা গেছে বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণস্থলে নীল ড্রামে মজুত ছিল প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট (Amoneium Nitrate) ও পটাসিয়াম ক্লোরেট (Potassium Cloret)। বাজি কারখানার অদূরে হদিশ মিলেছে ল্য়াবরেটরিরও। এই প্রেক্ষাপটে দত্তপুকুরে বিস্ফোরণে RDX ব্যবহার হয়েছে বলে চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ।