করুণাময় সিংহ, মালদা : তৃণমূল ( TMC ) কংগ্রেসের এক ফেসবুক পেজ ভরে গিয়েছে অশ্লীল ছবিতে। আর সেই ফেসবুক পেজের প্রোফাইল ছবিতে মুখ ব্যবহার করা হয়েছে তৃণমূলেরই এক মহিলা মন্ত্রীর (  Cabinet Minister of State for Irrigation and Waterways, North Bengal Development  )।  এই ঘটনা নিয়ে শুক্রবার থেকেই শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলায় ( Malda ) ।  মোথাবাড়ির তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ( Sabina Yeasmin

  ) ছবি দেখে যাঁরাই ওই পেজে ঢুকেছেন তাঁরাই চমকে উঠেছেন। চক্ষু চড়কগাছ হয়েছে এমন অশালীন ছবি দেখে। 


অশালীন ছবি ও সেই সংক্রান্ত পোস্টে ভরা তৃণমূল যুব কংগ্রেসের ওই ফেসবুক পেজ  ! স্বাভাবিক ভাবেই বোঝা গিয়েছে পেজটি হ্যাক হয়েছে। ফেসবুক পেজটি রয়েছে ‘মোথাবাড়ি তৃণমূল যুব কংগ্রেস’ নামে। এই ফেসবুক পেজ থেকে শুক্রবার এবং শনিবার এমন একাধিক পোস্ট করা হয়।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মোথাবাড়ি এলাকায়। কে বা কারা এই কাজ করল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের পালা।  ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন কালিয়াচকের ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান । কালিয়াচক থানায় দায়ের হয়েছে অভিযোগ । 


দলের ফেসবুক পেজে আপত্তিকর পোস্টের নেপথ্যে বিরোধীদের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ' রাজনৈতিক লড়াই লড়তে না পেরে...আমরা যেটা মনে করছি এটা বিরোধীদের চক্রান্ত। বিশেষ করে বিজেপি এইগুলো করছে। তারা অপব্যবহার করছে ফেসবুককে'। অন্যদিকে মালদা দক্ষিণের  বিজেপির  সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি মন্ত্রীর অভিযোগ উড়িয়ে বলেন, 'যেখানে মন্ত্রীর ছবি দেওয়া আছে, সেই পেজটা তৃণমূল যুব কংগ্রেসই চালায়। অন্য কারও কাছে বা অন্য কোনও মানুষের কাছে এর লগ ইন নেই। যারা করেছে তাঁরা তাঁর পার্টির মধ্যেই আছে। এটা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব।' 


যে প্রোফাইল থেকে এই আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়েছে বলে অভিযোগ, সেই প্রোফাইলের ফলোয়ার সংখ্যা ৫ হাজার ৭০০, প্রোফাইল ব্যবহারকারী মালদা কলেজে পড়াশোনা করেছেন বলেও দাবি করা হয়েছে। সব মিলিয়ে এই নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতর।                                 


আরও পড়ুন:শীতে ঠোঁট ফাটার সমস্য়ায় জেরবার? ঘরোয়া টোটকাতেই সমস্য়ার সমাধান 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে