সঞ্চয়ন মিত্র, কলকাতা : মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় (Institute Of Neurosciences Kolkata) চালু হল অ্যালঝাইমার্স নির্ণয়ের পরীক্ষা সিএসএফ বায়োমার্কার টেস্টিং (CSF BioMarker Testiung)। অত্য়াধুনিক এই পরীক্ষার মাধ্য়মে সহজেই অ্যালঝাইমার্স নির্নয় করা যাবে। পূর্ব ভারতে প্রথম এই পরীক্ষা চালু হল বলে দাবি ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস কর্তৃপক্ষের।    


নিঃশব্দে বেড়ে চলে অ্যালঝাইমার্স। রোগ নির্ণয়ের আগেই রোগীর স্মৃতিভ্রংশ করে এই রোগ। অধিকাংশ ক্ষেত্রেই সময়ে রোগ নির্ণয় হয় না। চলতি সাধারণ পরীক্ষায় অনেক সময়েই ধরা পড়ে না জটিল এই রোগ। ফলে রোগীর স্মৃতিভ্রংশ বেড়ে চলে। মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় এবার চালু হল অ্যালঝাইমার্স নির্নয়ের অত্যাধুনিক পরীক্ষা সিএসএফ বায়োমার্কার টেস্টিং। শনিবার এই পরীক্ষার সূচনা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন স্নায়ূরোগ বিশেষজ্ঞ সহ বিশিষ্ট চিকিৎসকরা।               


অত্যাধুনিক এই পরীক্ষার মাধ্য়মে একজন রোগী অ্যালঝাইমার্সে আক্রান্ত কি না যেমন জানা যাবে। তেমনই কোনও রোগীর শরীরে ধীরে ধীরে এই রোগের প্রকোপ দেখা দিচ্ছে কিনা তাও জানা যাবে। অত্যাধুনিক সিএসএফ বায়োমার্কার টেস্টিং চালু হওয়ায় এখন অনেক সহজ হবে অ্যালঝাইমার্স নির্ণয়। পূর্ব ভারতে অত্যাধুনিক এই পরীক্ষা প্রথম চালু হল বলে দাবি করেছে ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্স কর্তৃপক্ষ।                                                                                                                                   
                                                                                 


আরও পড়ুন- চেহারা বদলের মজার ট্রেন্ড না ফাঁদ ! স্বেচ্ছায় ব্যক্তিতথ্যের আগল খুলে অজান্তেই ডাকছেন বিপদ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে