প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়ার চাপড়ায় দুঃসাহসিক চুরি। রবিবার রাতে নদিয়ার (Nadia) চাপড়ার বড় আন্দুলিয়া শিবির পাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ প্রায় ১২ ভরি সোনার গয়না, ৬০ভরি রুপোর গয়না ও আড়াই লক্ষ টাকা চুরি গিয়েছে। জানা গিয়েছে ওই এলাকায় মেলা চলছিল। শিবির পাড়ার বাসিন্দা বিশা শেখ মেলায় দোকান বসিয়েছিলেন। এছাড়াও ওই এলাকায় তাঁর একটি স্থায়ী দোকান আছে। সেই কারণেই এদিন সন্ধে থেকেই বাড়িতে কেউ ছিলেন না। প্রত্যেকে দোকানে ব্যস্ত ছিলেন। অভিযোগ রাত্রি ১০.৩০ নাগাদ তারা বাড়িতে ফিরে দেখেন আলমারির তালা ভাঙ্গা, জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। এরপর তাঁরা লক্ষ্য করেন আলমারিতে রাখা ১২ ভরি সোনার গয়না, ৬০ ভরি রুপার গহনা ও আড়াই লক্ষ টাকা উধাও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ। তারা এসে তদন শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
দক্ষিণ ২৪ পরগণার (South 24 Paraganas) ক্যানিংয়ে (Canning) লাগাতার চুরির ঘটনার কিনারা করল পুলিশ। এক ব্যবসায়ী সহ মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। প্রায় দিন পনেরো ধরে ক্যানিংয়ে একের পর এক চুরির ঘটনা ঘটছিল। কখনও পুলিশ কর্মীর বাড়িতে চুরি হচ্ছিল তো কখনও ক্যানিং মহকুমা হাসপাতালের কোয়ার্টারে। সম্প্রতি একটি বাড়িতেও চুরি হয়। তদন্তে নেমে তিন দুষ্কৃতী ও চোরাই মাল বেচাকেনার করার অভিযোগে এক ব্যবসায়ীকে পাকড়াও করে ক্যানিং থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর চোরাই সামগ্রী। এর পিছনে কোনও চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
তার কিছুদিন আগেই, দিন দুই আগে এক অভিনব কৌশলে মায়ের কোল থেকে শিশু চুরি (Child Theft) করার ঘটনা ঘটে। এমনই ঘটনা ঘটে হুগলির (Hooghly) চাঁপদানি (Chapdani) বাজারে। অভিযোগ পাওয়ার একদিনের মধ্যেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ (Police)। গ্রেফতার করা হয় অভিযুক্তকেও। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই শিশুর পরিবার। গত মঙ্গলবার বিকালে চাঁপদানি বাজার এসেছিলেন এক মহিলা। সঙ্গে ছিল তাঁর শিশুসন্তান। বয়স প্রায় একমাস। গঙ্গা পুজোর বাজার করতে চাঁপদানি বাজারে এসেছিলেন মা।