কলকাতা: মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে SSC চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থানে অসুস্থ হয়ে পড়লেন এক আন্দোলনকারী। ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অবস্থান আজ ৮ দিনে পড়ল। এদিন সকালে ধর্নামঞ্চে একজন অসুস্থ হয়ে পড়েন। নিয়ে আসা হল অ্যাম্বুল্যান্স। পাশেই অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। তাঁদের অবস্থান আজ ৫৭৫ দিনে পড়ল।


ধর্না মঞ্চেই লক্ষ্মীর আরাধনা: চাকরিতে লক্ষ্মী লাভ হয়নি। তবে গতকাল কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর আরাধনায় ব্যস্ত ছিলেন চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে উচ্চ প্রাথমিকের টেট চাকরিপ্রার্থীরা পুজোর আয়োজন করেন। ঘরের লক্ষ্মী চাকরি না পেয়ে পথে, এই ভাবনা থেকে একজন চাকরিপ্রার্থীকে লক্ষ্মী সাজিয়ে পুজো করা হয়। এর পর আরও একটি লক্ষ্মীপুজোর (Laxmi Puja) আয়োজন করেছেন প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা।


পাশেই চাকরি-দুর্নীতির প্রতিবাদে গ্রুপ সি (Group C), গ্রুপ ডি (Group D) চাকরিপ্রার্থীদের মঞ্চে আয়োজন করা হয় কবিগানের। অন্যদিকে, লক্ষ্মীপুজোর দিনও মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। আজ ৫৭৪ দিনে পড়ল তাঁদের অবস্থান। এদিন কয়েকজন রাজ্য সরকারি কর্মী ধর্নামঞ্চে এসে চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।


চাকরিপ্রার্থীদের পাশ নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন: উৎসব ভুলে নিয়োগের দাবিতে আন্দোলনে বসে থাকা চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ান নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। গতকাল কালো পোশাকে সপরিবারের কৌশিক সেন যান এসএসসির (SSC) চাকরিপ্রার্থীদের আন্দোলনমঞ্চে। তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলার আশ্বাস দেন তিনি। যদিও এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল (TMC)।


কার্নিভালের কারণে ধর্নায় 'না': অন্যদিকে গত শনিবার পূর্ব নির্ধারিত সিদ্ধান্তে অনড় থেকেই দুর্গাদুর্গাপুজো" data-type="interlinkingkeywords">পুজোর (Durga Puja) কার্নিভালের জন্য চাকরি প্রার্থীদের ধর্নায় বসতে দেয়নি পুলিশ। গতকাল নোটিস দেওয়ার পরও শনিূাপ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় বসতে যান ২০১৭-র রাজ্য সরকারি গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা। সেই সময় পুলিশ বাধা দেওয়ায় বাধে বচসা। এই ইস্যুতে চলছে রাজনৈতিক তরজা। 


সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ: উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি আজ SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ। গতবার শুনানিতে সুবীরেশকে একদিন জেরা করার জন্য সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে ভর্ত্‍‍সনা করেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এরপরই সিবিআই হেফাজতের পরিবর্তে SSC-র প্রাক্তন চেয়ারম্যানের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, সুবীরেশ ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করার জন্য আজ আদালতে আবেদন জানাতে পারে সিবিআই।