নয়াদিল্লি : ভারতীয় রাজনীতিতে ফের নক্ষত্রপতন । দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব। বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা গত এক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। 


তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, 'আমরা যখন আমাদের নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি, তখন মুলায়ম সিংহ যাদবজির সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই কাছের সেই সম্পর্ক পরেও অব্যাহত ছিল এবং আমি সবসময় তাঁর মতামত শোনার জন্য উন্মুখ থাকতাম। তাঁর মৃত্যু আমাকে যন্ত্রণা দেয়। তাঁর পরিবার ও বহু সমর্থকের প্রতি সমবেদনা। ওম শান্তি।'


 






 তিনি ট্যুইটে আরও লেখেন,  ‘অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন মুলায়ম সিংহ যাদব। মানুষের সমস্যা নিয়ে সংবেদনশীল নেতা ছিলেন মুলায়ম। তিনি ছিলেন মাটি থেকে উঠে আসা নেতা। উত্তরপ্রদেশ ও জাতীয় রাজনীতিতে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে বহুবার কথা আলোচনা হয়েছে’। সবসময় তাঁর মতামত শোনার জন্য মুখিয়ে থাকতাম। তাঁর প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত’।