ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বেলেঘাটাকাণ্ডের (Beleghata) ৬দিন পরও রাজু নস্কর গ্রেফতার না হওয়ায় শনিবার শিয়ালদা আদালতের (Sealdah Court) সামনে ক্ষোভ উগরে দিল তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। তাদের অভিযোগ, পরেশ পালের প্রশ্রয়েই রাজুর এই বাড়বাড়ন্ত। পুলিশ পুলিশের কাজ করছে। তিনি এর মধ্যে মাথা গলাবেন না, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের।


তৃণমূল কর্মী (TMC Worker) ও বেলেঘাটার বাসিন্দা বলছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (CM Mamata Banerjee) বলছি রাজুর বিরুদ্ধে ব্যবস্থা নিন, নাহলে আমরা বাঁচব না।  


বেলেঘাটায় (Beleghata) তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের (TMC Inner Conflict) পর কেটে গেছে ৬ দিন! যার বিরুদ্ধে উঠেছিল গুলি চালানোর অভিযোগ! ঘটনার পর যাঁর অফিস থেকে সেভেন এমএম পিস্তল ও গুলির খোল উদ্ধার হয়েছে বলে দাবি করেছে পুলিশ, সেই তৃণমূল নেতা রাজু নস্কর এখনও অধরাই। শনিবার, বেলেঘাটাকাণ্ডে ধৃত ২২ জনকে শিয়ালদা আদালতে তোলা হয়। আদালতে পেশ করার সময় তৃণমূল নেতা রাজু নস্করের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ধৃতদের অনেকে। 


বেলেঘাটাকাণ্ডে ধৃত বলছেন, রাজু নস্কর পুরোটা করেছে। কেন অ্য়ারেস্ট হয়নি? এদিন আদালত চত্বরে ভিড় জমান বহু তৃণমূল নেতা-কর্মী। নানা সময়ে রাজু নস্করের হাতে প্রহৃতদের ছবির প্রিন্টআউট এনে তৃণমূল নেতার গ্রেফতারির দাবি জানান তাঁরা। 


পাশাপাশি, এদিন ফের বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, পরেশ পালের প্রশ্রয়েই রাজু নস্করের বাড়বাড়ন্ত। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, পুলিশ পুলিশের কাজ করছে। তিনি এর মধ্যে মাথা গলাবেন না। ব্যক্তিগত কাজে তিনি কলকাতার বাইরে আছেন।  ধৃতদের ১১ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত।  


ঘটনা ঘিরে রাজনৈতির তরজা: বেলেঘাটায় সংঘর্ষের পর ২৪ ঘণ্টা পেরোলেও এখনও ফেরার তৃণমূল নেতা রাজু নস্কর। তাঁর পাশে দাঁড়ানোয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্য়ে ক্ষোভ উগরে দিয়েছে দলেরই একাংশ।যদিও, এনিয়ে পরেশ পালের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নেতৃত্ব আগে পদক্ষেপ করলে, বেলেঘাটায় সংঘর্ষের ঘটনা ঘটত না। দলের একাংশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তোলেন, তৃণমূল নেতা রাজু নস্করের ছেলে। যিনি নিজেও উত্তর কলকাতায় যুব তৃণমূলের সম্পাদক। পদে থেকে এই কথা বলা যায় না। বললেন কুণাল ঘোষ। সব কাটমানির খেলা। কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ।