তুহিন অধিকারী, বাঁকুড়া: মিষ্টি খেয়েছেন ক্রেতা (customer), তার বদলে দোকানদার (Sweet Shop Owner) টাকা চাইতেই বিপত্তি। বিক্রেতাকে ধাক্কা দিয়ে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দিয়ে চম্পট দিল ক্রেতা। সাংঘাতিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় (Bankura)।
মিষ্টির দাম চাইতেই ফুটন্ত তেলের কড়াইয়ে ক্রেতা
মিষ্টি খাওয়ার টাকা চাইতেই মর্মান্তিক পরিণতি হল দোকানদারের। ঠিক কী ঘটেছে বাঁকুড়ায়? অভিযোগ দিনের পর দিন ধারে মিষ্টি খাচ্ছিলেন ক্রেতা। ফের মিষ্টি খেয়ে টাকা চাইতেই দোকানদারকে ধাক্কা দিয়ে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে চম্পট দিলেন ক্রেতা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ পাড়ে। আহত দোকানদারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ পাড়ের বাজারে মিষ্টির দোকান রয়েছে কৃষ্ণপদ দে মোদকের। সেই দোকান থেকেই নাকি দিনের পর দিন ধারে খাবার খাচ্ছিলেন স্থানীয় টোটোচালক বর্ষাৎ। অভিযোগ এদিন সকালে ফের ওই যুবক দোকান থেকে মিষ্টি খান। এরপর দোকানদার কৃষ্ণপদ দে মোদক তার থেকে টাকা চাইতেই, দু'জনের মধ্যে বচসা শুরু হয়। যুবক ক্রেতা বর্ষাৎ দোকানদারকে উদ্দেশে গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করতেই কৃষ্ণপদ দে মোদককে ধাক্কা দিয়ে দোকানের উনুনে চাপানো কড়াইয়ে ফুটন্ত তেলে ফেলে দেয় ওই যুবক, বলে অভিযোগ। এরপর ওই যুবক ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনায় ওই দোকানদারের হাত ও উরু ঝলসে যায়। প্রতিবেশী ব্যবসায়ী ও পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।
কৃষ্ণপদ দে মোদকের স্ত্রী গায়ত্রী দে মোদকের কথায়, 'ওই ছেলেটির থেকে পয়সা পেত, সেটা চেয়েছিল। দোকানের সামনে কথা কাটাকাটি হয়। দোকানের সামনে বচসা এড়াতে সরে যেতে বলে ওকে। তখনই ওকে ঠেলে দেয় ফুটন্ত তেলের ওপরে। থানায় অভিযোগ জানিয়েছি। আমরা কারও সাতে পাঁচে থাকি না। দোকান করি, খাই। এর ব্যবস্থা হোক, এটাই চাই।'
আরও পড়ুন: Bankura Viral Video: পানীয় জলের অভাব, আধিকারিকদের তুলোধনা তৃণমূল বিধায়কের
অপর এক স্থানীয় ব্যবসায়ী অশোক কর বলেন, 'ওই যুবক ধারে খেতেন, সেই টাকা চাইতেই তর্কবিতর্ক শুরু হয়। বাবা ও ছেলে দুজনেই ছিলেন। বচসার পরে বাবাকে ঠেলে দেয় ওই যুবক। পায়ের পিছন দিক সম্পূর্ণ ঝলসে গেছে। হাসপাতালে রয়েছেন। এখন আমাদের দাবি যে টোটোস্ট্যান্ড থেকে ঝামেলা হচ্ছে তাই ওটা তুলে দেওয়া হোক। পুলিশ প্রশাসন দেখে গেছে, কী ব্যবস্থা নেন ওঁরা সেটা দেখার।' আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।