বাঁকুড়া পূর্ণেন্দু সিংহ: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে পানীয় জলের অভাব নিয়ে ভিডিও কনফারেন্সে জনস্বাস্থ্য কারিগরী দফতরের আধিকারিকদের তুলোধনা করলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ভিডিও কনফারেন্সে রীতিমতো হুঁশিয়ারির সুরে তৃণমূল বিধায়ক বলেন, সরকারি আধিকারিকরা জঙ্গলমহলে গেলে আদিবাসীরা তির- ধনুক নিয়ে ঘেরাও করে রাখবে। ভিডিও ভাইরাল হতেই তালডাংরার বিধায়কের দাবি, অভিযোগ পেয়ে সরকারি আধিকারিকদের সতর্ক করা হয়। বিজেপির কটাক্ষ, সরকারি আধিকারিকদের ঘাড়ে দায় চাপিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে শাসকদল।


প্রথমে বিডিও-র চাকরি খাওয়ার হুমকি! এবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকদের সুন্দরবনে যাওয়ার বিধান! ফের বিতর্কে তালডাংরার তৃণমূল বিধায়ক। বিজেপির কটাক্ষ, দুর্নীতির দায় সরকারি আধিকারিকদের ঘাড়ে চাপিয়ে পঞ্চায়েত ভোটের বৈতরণী পেরোতে চাইছে তৃণমূল। 


বিডিও-র পর, বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়কের নিশানায় এবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকরা। পঞ্চায়েত ভোটের আগে ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীকে বাঁকুড়া জেলার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের শীর্ষ আধিকারিকদের ধমক দিতে দেখা যাচ্ছে।  


ভিডিও-তে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলছেন, কী হচ্ছে এটা! এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কী করছেন? আরেকজন মেকানিক্যাল আছেন। তিনি কোনও কাজেরই নন। কোনও কাজ করে না। একটা সাবমার্সিবল মেরামত করতে ২০-২৫ দিন সময় নিচ্ছে। সেখানে একটা আবাসনে ৪০০ লোক পানীয় জল কিনে খাচ্ছে। এসব জিনিস হলে কী হবে, জানেন তো? জঙ্গলমহল এলাকা। এই অফিসাররা যেদিন যাবে না, আদিবাসীরা তির ধনুক নিয়ে আটকে রাখবে।


অরূপ চক্রবর্তী আরও বলছেন, আমি জনপ্রতিনিধি। সাধারণ মানুষের সমস্যার কথা বলা আমার দায়িত্ব। কাজ না হলে মুখ্যমন্ত্রীর বদনাম। তখন কেন্দ্রীয় দল আসবে। আমি আমার এলাকায় কেন্দ্রীয় দলকে আসার সুযোগ দেব কেন? কেন কাজ হবে না?


জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় পানীয় জলের সমস্যা বহুদিনের। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে সেখানে দীর্ঘদিন ধরে নানা জলপ্রকল্পের কাজ চলছে। তারপরেও উঠে আসছে পানীয় জল না পাওয়ার ভুরি ভুরি অভিযোগ। 


গত ৩০ জানুয়ারি নিজের নির্বাচনী কেন্দ্রের গুন্নাথ গ্রামে দিদির দূত হিসেবে গিয়েছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। পানীয় জলের সমস্যা নিয়ে তৃণমূল বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। এরকম একাধিক অভিযোগ পাওয়ার পর এবার জেলার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকদের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল বিধায়ক। 


এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম নিয়ে বিডিও-দের চাকরি খাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অরূপ চক্রবর্তী। আবাস যোজনা, মিড ডে মিল থেকে একশো দিনের কাজ একাধিক সরকারি প্রকল্পে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধীরা। এই আবহে তৃণমূল বিধায়ক বারবার নিজেরই প্রশাসনের আধিকারিকদের নিশানা করায় আক্রমণ শানিয়েছে বিজেপি। 


অন্যদিকে বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি  সুনীলরুদ্র মণ্ডল বলছেন, ব্যর্থতার দায় রাজ্য সরকারের। তৃনমূল নেতা,জনপ্রতিনিধি ও আধিকারিকরা কাটমানি খেয়ে নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করেছে। সেই দায় আধিকারিকদের ঘাড়ে তুলে পঞ্চায়েত ভোটের বৈতরণী পেরোতে চাইছে তৃণমূল। এই রাজনৈতিক তরজার মধ্যে বাঁকুড়ার সাধারণ মানুষের প্রশ্ন একটাই। পানীয় জলের সমস্যা মিটবে কবে?