নয়াদিল্লি: নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা কোনওদিনই প্রকাশ্যে মুখ খোলেননি। অবশেষে ৭ ফেব্রুয়ারির রাতে, দু'জনেক প্রোফাইলে দেখা গেল সেই স্বপ্নের মুহূর্তের ছবি। সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। হাতে হাত, গালে ঠোঁটের আলতো ছোঁয়ার উষ্ণতা ছড়িয়ে পড়ে অনুরাগী থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি (Film Industry) সর্বত্র। সোশ্যাল মিডিয়া উপচে পড়ে শুভেচ্ছাবার্তায় (wishes)। ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা পোস্ট করে শুভেচ্ছা জানালেন নবদম্পতিকে। 


সিড-কিয়ারাকে বলিউডের শুভেচ্ছা


৭ ফেব্রুয়ারি মরুশহরের বিলাসবহুল পাঁচতারা হোটেল সূর্যগড়ে রাজকীয়ভাবে পাঞ্জাবি মতে বিয়ে সারেন বলিউডের অন্যতম চর্চিত জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। আঁটোসাঁটো নিরাপত্তার ঘেরাটোপে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে হয়। তারপর নবদম্পতি তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিয়ের ছবি। ক্যাপশনে লেখেন, 'এবার আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গেল।' তাঁদের একসঙ্গে একমাত্র ছবি 'শেরশাহ'। শোনা যায় সেই ছবির সেট থেকেই প্রেমের সূত্রপাত তাঁদের। ওই ছবির সংলাপই উঠে এল বিয়ের ছবির ক্যাপশনে।


 






ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে আসতে থাকে শুভেচ্ছাবার্তা। ভূমি পেডনেকর, সামান্থা রুথ প্রভু, সোফি চৌধুরী প্রথমেই শুভেচ্ছা জানান। আলিয়া ভট্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নবদম্পতির ছবি পোস্ট করে লেখেন, 'তোমাদের দুজনকে শুভেচ্ছা'। 




বলিউডের তারকা পরিচালক কর্ণ জোহর আমন্ত্রিত ছিলেন বিয়েতে। একটি বিশেষ পোস্ট করেন তিনি। লেখেন, 'ওর (সিদ্ধার্থ) সঙ্গে আলাপ হয়েছিল দেড় দশক আগে... নীরব, শক্তিশালী এবং অথচ সংবেদনশীল... অপর জনের (কিয়ারা) সঙ্গে আলাপ তার বেশ কিছু বছর পর... নীরব, শক্তিশালী এবং একইরকমের সংবেদনশীল... তারপর তাঁদের একে অপরের সঙ্গে আলাপ হল এবং আমি সেই মুহূর্তেই বুঝতে পারলাম যে শক্তি এবং মর্যাদার এই দুটি স্তম্ভ একটি অপূরণীয় বন্ধন তৈরি করতে পারে এবং একসঙ্গে এক ম্যাজিক্যাল প্রেমের গল্প তৈরি করতে পারে... ওঁদের দেখা একটি রূপকথার গল্প যা ঐতিহ্য এবং পরিবারের মধ্যে নিহিত... ওঁরা যখন প্রেমের মণ্ডপে একের অন্যের সঙ্গে চলার প্রতিশ্রুতি দিচ্ছিল আশেপাশের সকলে সেটা অনুভব করতে পেরেছে... সেই শক্তিটা অনুভব করেছে... আমি গর্বিত, উচ্ছ্বসিত ও ওঁদের দুজনের জন্য অফুরান ভালবাসা নিয়ে বসেছিলাম! সিড তোমাকে ভালবাসি... কি তোমাকে ভালবাসি... আজকের দিনটাই যেন তোমাদের চিরকাল হয়...।'


 






অন্যদিকে, ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র তাঁদের পোশাকের বিবরণ দিয়ে পোস্ট করেছেন। এমনিও শুভেচ্ছা জানিয়েছেন দুই তারকাকে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন দম্পতির ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রাম চরণও। শুভেচ্ছা জানিয়েছেন শাহিদ পত্নী মীরা রাজপুতও। মজা করে লিখেছেন, 'এখন তো বম্বেওয়ালিও দিল্লির হয়ে গেল'। 









আরও পড়ুন: Sidharth Kiara Wedding: রোমান স্থাপত্যের প্রতি নবদম্পতির বিশেষ ভালবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি কিয়ারার লেহঙ্গা