অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: খাল বুজিয়ে মেট্রোর (Kolkata Metro) কাজ করার অভিযোগ উঠেছিল আগেই। তবে মেট্রো কর্তৃপক্ষ জানালেন, মেট্রোর কাজের জন্য কলকাতার নিকাশি প্রণালী বাধাপ্রাপ্ত হওয়ার কোনও শঙ্কা নেই। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) কথামতো, বর্ষার আগেই, ১০ জুনের মধ্যে সব খাল পরিষ্কার করে দেওয়া হবে। কলকাতা (Kolkata News) মেট্রো কর্তৃপক্ষকে রিপোর্টে জানাল রেল বিকাশ নিগম লিমিটেড।


মেট্রোর কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফিরহাদ


সম্প্রতি মেট্রোকর্তৃপক্ষের বিরুদ্ধে খাল বুজিয়ে কাজের অভিযোগ তুলে সরব হন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, "মেট্রো বলেছিল, কাজ শেষ হলে চ্যানেল খুলে দেবে। কিন্তু এখনও খোলেনি। বিস্তীর্ণ এলাকায় জল জমবে। মেট্রো এরকম করলে তো কাজই করতে দিতাম না।" কিন্তু কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, "১০ জুনের মধ্যে সব পরিষ্কার করে দেওয়া হবে।"


নিকাশি ইস্যুতে কলকাতা পুরসভা এবং মেট্রো কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরেই টানাপোড়েন চলছে। খোদ মেয়র ক্ষোভ উগরে দেওয়ার পর, কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দিল নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোপ্রকল্প নির্মাণকারী সংস্থা।


নির্মাণকারী সংস্থার তরফে বর্ষার আগেই, ১০ জুনের মধ্যে সব খাল পরিষ্কার করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ১০ জুনের মধ্যে সব খাল পরিষ্কার করে দেওয়ার কথা বলেছে।


আরও পড়ুন: Barasat News: বারাসত বিজেপি-তে ফের ভাঙন, জেলে সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ফের গণ ইস্তফা


নিউগড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজের জন্য নোনাডাঙা পাম্পিং স্টেশনের কাছে, দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে ইন্টারসেপটিং ক্যানেল বা IC খালের একাংশ। সম্প্রতি এই অভিযোগ তুলে, বর্ষায় কলকাতার বিস্তীর্ণ এলাকা জলবন্দি হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে পুর কর্তৃপক্ষ। 


মেট্রোর কাজের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ মেয়র। বিদ্যাধরী নদীর সঙ্গে যুক্ত IC খাল দিয়ে যাদবপুর, সেলিমপুর, শহিদ স্মৃতি কলোনি, কসবা, লেকগার্ডেন্স-সহ বিস্তীর্ণ এলাকার জল বের হয়।কলকাতা পুরকর্তৃপক্ষের অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থার কাছে রিপোর্ট তলব করে মেট্রো কর্তৃপক্ষ। 

নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্প নির্মাণের দায়িত্বে রয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। কলকাতা মেট্রো সূত্রে খবর, নির্মাণকারী সংস্থা তাদের কাছে যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে বলা হয়েছে, সেচ দফতরের অনুমতি নিয়েই কলকাতায় খাল এলাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে। কলকাতা পুরসভার কথা মতো ১০ জুনের মধ্যে সব খাল পরিষ্কার করে দেওয়া হবে। 


বর্ষার আগে খাল পরিষ্কারের প্রতিশ্রুতি


বাইপাসে অভিষিক্তা ক্রসিং-এর কাছে টিপি ক্যানেলের অধিগৃহীত অংশ ২০ দিনের মধ্যে পরিষ্কার করে দেওয়া হবে। নোনাডাঙায় মেট্রোর দুটি পিলারের কাজ কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আম্বেদকর সেতুর কাছে একটি খালের ওপর মেট্রোর কাজ আগামী ১৫ দিনে শেষ হয়ে যাবে। বেলেঘাটা মেট্রোস্টেশনের জন্য মেট্রোপলিটন খালের কাজও ২ সপ্তাহের মধ্যে শেষ হবে।