মুম্বই: চলতি বছরের শুরুর দিকেই 'প্রোজেক্ট কে' (Project K) ছবির ঘোষণা করেন পরিচালক নাগ অশ্বিন। সায়েন্স ফিকশন এই প্রোজেক্টের মাধ্যমে প্রথমবার এই দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে চলেছে। জানা গিয়েছে, এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। আজ দীপিকা, প্রভাস, অমিতাভের 'প্রোজেক্ট কে' ছবির টিমে যোগ দিলেন আরও এক বলি নায়িকা।
'প্রোজেক্ট কে' ছবিতে যোগ বলি নায়িকার-
কিছুদিন আগেই হায়দরাবাদে 'প্রোজেক্ট কে' ছবির প্রথম দফার শ্যুটিং শেষ করেছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এই ছবিটি বিশালাকারে তৈরি হচ্ছে। এটি একটি প্যান-ইন্ডিয়া প্রজেক্ট। ঘোষণার সময় থেকেই বেশ উত্তেজনা তৈরি করেছে এই ছবি। এই ছবিটি কল্পবিজ্ঞান ঘরানার ও একাধিক ভাষায় তৈরি হচ্ছে। ছবির বিশাল সেট তৈরি হয়েছে 'রামোজি ফিল্ম সিটি'তে (Ramoji Film City )। এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে বলে জানা গিয়েছে। এবার এই ছবির অভিনেতার তালিকায় যোগ হল দিশা পটানির নাম। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলি ডিভা দিশা 'প্রোজেক্ট কে' সংক্রান্ত পোস্ট করেছেন। অভিনেত্রীর পোস্টে দেখা যাচ্ছে একগোছা গোলাপ ফুল রাখা রয়েছে। আর তার সঙ্গে একটি কার্ডে মিষ্টি বার্তা। তাতে লেখা, 'প্রিয় দিশা, 'প্রোজেক্ট কে'-তে তোমাকে স্বাগত। আমাদের টিমে তোমাকে পেয়ে আমরা উত্তেজিত।' অভিনেত্রীকে যেভাবে টিমে স্বাগত জানান হয়েছে, তাতে আপ্লুত দিশার অনুরাগীরাও।
আরও পড়ুন - Cheene Baadaam New Song: নচিকেতার গলায় 'চিনে বাদাম' ছবির নতুন গানে মাতল নেট দুনিয়া
প্রসঙ্গত, কিছুদিন আগেই 'প্রোজেক্ট কে' ছবির জন্য অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে প্রথম দফার কাজ শেষ করেন প্রভাস। বিগ বি-র একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়া। প্রজেক্ট কে-র প্রথম শট শেষ করলাম আজ সঙ্গে কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যর!'