পার্থপ্রতিম ঘোষ, প্রদ্যোৎ সরকার, নদিয়া: বারুদের স্তূপে কালীগঞ্জ? নদিয়ার কালীগঞ্জে পুলিশকে বোমা ছোড়ার পর, এবার উদ্ধার হল অস্ত্র ও বিস্ফোরক। গতকাল কালীগঞ্জের পলাশি থেকে ৪ অস্ত্র কারবারিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃৃতেরা নদিয়া ও মুর্শিদাবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ৪ অস্ত্র কারবারি দুটি মোটরবাইকে করে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে ওঁৎ পেতেছিল এসটিএফ। ধৃতদের কাছ থেকে ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও প্রায় ১০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। এসটিএফের দাবি, ধৃতরা আন্তঃ-রাজ্য অস্ত্র চোরাচালানে যুক্ত। এই চক্রে আর কারা জড়িত, কোথায় অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। 


পঞ্চায়েত ভোটের আগে কি বারুদের সতূপে দাঁড়িয়ে রয়েছে নদিয়ার কালীগঞ্জ? গত সোমবার যেখানে বোমায় আক্রান্ত হয়েছিল পুলিশ, সেখান থেকেই পরপর দু'বার উদ্ধার হল বোমা! এখানেই শেষ নয়! বিপুল বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র-সহ কালীগঞ্জ থেকেই ৪ সন্দেহভাজন অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ।


যত কাণ্ড কালীগঞ্জে! দুষ্কৃতী ধরতে গিয়ে যেখানে বোমায় জখম হয়েছিলেন খোদ ওসি-সহ ৫ জন নদিয়ার সেই কালীগঞ্জ থেকেই এবার উদ্ধার হল প্রায় ১০ কেজি বিস্ফোরক! রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, বিস্ফোরকের পাশাপাশি ২টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কালীগঞ্জের পলাশিতে অভিযান চালিয়ে ৪ সন্দেহভাজন অস্ত্রকারবারিকে গ্রেফতার করেছে এসটিএফ। এসটিএফ সূত্রে দাবি, ধৃতেরা নদিয়া ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। আন্তঃ-রাজ্য অস্ত্র চোরাচালানে যুক্ত।


রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, শনিবার রাতে ৪ সন্দেহভাজন দুটি বাইকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। কোথায় অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল? অস্ত্র পাচারচক্রে আর কে বা কারা জড়িত? তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। গত সোমবার বোমা মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে এই কালীগঞ্জেরই মোলান্দি গ্রামে আক্রান্ত হয় পুলিশ। কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়, সিভিক ভলান্টিয়ার ও গাড়িচালক-সহ মোট ৫ জন বোমায় জখম হন। ওই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মোলান্দি গ্রাম থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। এবার সেই কালীগঞ্জ থেকেই উদ্ধার হল বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও গুলি। বিরোধীদের অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে শাসক-শিবির।  গত সোমবার কালীগঞ্জের যে মোলান্দি গ্রামে বোমায় আক্রান্ত হয়েছিল পুলিশ, সেই মোলান্দিতে রবিবারও বোমা উদ্ধার হয়েছে।